ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০২২ পর্যন্ত বার্সায় স্টেগেন

প্রকাশিত: ০৬:৫২, ৩ জুন ২০১৭

২০২২ পর্যন্ত বার্সায় স্টেগেন

স্পোর্টস রিপোর্টার ॥ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সিলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত ন্যুক্যাম্পে থাকবেন তিনি। বার্সিলোনা এ ব্যাপারে জার্মান গোলরক্ষকের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। টের স্টেগেনের সঙ্গে কাতালান ক্লাবের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ২০১৯ সালে। নতুন চুক্তির পাশাপাশি টের স্টেগেনের জন্য নতুন বাইআউট ক্লজও নির্ধারণ করে দিয়েছে বার্সা। এই জার্মান গোলরক্ষককে পেতে হলে কমপক্ষে ১৮০ মিলিয়ন ইউরো গুনতে হবে যে কোনো দলকে। তিন মৌসুম আগে বার্সিলোনায় যোগ দিয়েই ট্রেবলের স্বাদ পেয়েছেন টের স্টেগেন। যদিও, প্রথম মৌসুমে কেবল মাত্র লীগের বাইরের ম্যাচগুলোতে দলের গোলবার সামলেছেন তিনি। বার্সার আরেক গোলরক্ষক ক্লডিও ব্রাভো ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ায় বার্সা কোচ লুইস এনরিকের প্রথম পছন্দ ছিলেন এই জার্মান। স্টেগেন ২০১৪ সালে বরুসিয়া মনশেনগ্লাডব্যাচ থেকে বার্সিলোনা শিবিরে নাম লেখান। আসন্ন কনফেডারেশন্স কাপে জার্মান দলেও জায়গা পেয়েছেন টের স্টেগেন। সাউথ মেলবোর্নের কোচ কার্লোস স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ান ক্লাব সাউথ মেলবোর্ন। এ লীগের শীর্ষ পর্যায়ে জায়গা করে নেয়ার লক্ষ্যে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। সাউথ মেলবোর্ন আগামী মৌসুমের ফুটবল ফেডারেশ অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের শীর্ষ পর্যায়ে জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী। অবশ্য দ্বিতীয় বিভাগের খেলার মানসিক প্রস্তুতিও নিয়ে রাখছে দক্ষিণ মেলবোর্নের দলটি। সোমবার সাউথ মেলবোর্নের হোমগ্রাউন্ড লেকসাইড স্টেডিয়ামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কার্লোস বলেন, আমার মূল লক্ষ্য হলো এখানে আসা এবং জিততে থাকা। যদি আমি একটি ক্লাবটি যাই এবং কোন লক্ষ্য নির্ধারণ করি, তবে আমি সেখানে জিততেই যাব। মেলবোর্ন নিজের প্রথম সফরেই কার্লোস জানিয়েছেন, তিনি তার পরিবারকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে চান এবং এখানেই নতুন জীবন শুরু করতে চান।
×