ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওকসের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ

প্রকাশিত: ০৬:৫২, ৩ জুন ২০১৭

ওকসের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ভাগ্যই বলতে হবে। ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হয়ে গেল ক্রিস ওকসসের। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া পেসারের চোট গুরুতর বলে জানিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ‘স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকসের পাঁজরের বাঁ পাশের পেশিতে টান পড়েছে। এ ইনজুরির কারণে হয়ত টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারবে না সে। তার স্থলাভিষিক্ত কে হচ্ছে সেটি দ্রুতই জানানো হবে।’ বিবৃতিতে উল্লেখ করে ইসিবি। কেনিংটন ওভালে বাংলাদেশের বিপক্ষে সাইড স্ট্রেইনে চোট পাওয়ার আগে দুর্দান্ত বল করছিলেন ওকস। তামিম ইকবালের বিপক্ষে তার প্রথম ওভারটি ছিল মেডেন। নিজের দ্বিতীয় ওভারে দেন মাত্র ৪ রান। এরপরই ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান ২৮ বছর বয়সী এ পেসার। মার্ক উড, জেক বল, লিয়াম প্লাঙ্কেট ও বেন স্টোকসকে নিয়ে ইংলিশদের পেস আক্রমণ দুর্দান্ত। তবু ওকসের অভিজ্ঞতা মিস করবে স্বাগতিকরা। আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের হয়ে ভাল বোলিং করা ডানহাতি পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতেও ৩৮ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সবমিলিয়ে ৬৩ ওয়ানডেতে ৮৯ উইকেট শিকারি দারুণ ছন্দে ছিলেন। অধিনায়ক ইয়ন মরগান অবশ্য দলের অন্যতম সেরা পেসার পেতে এখনই আশা ছাড়ছেন না, এটা আমাদের জন্য দুঃসংবাদই। কারণ ওকস দারুণ ছন্দে ছিল। ইউরোপের রানী লিঁও স্পোর্টস রিপোর্টার ॥ আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতলো লিঁও। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে লিঁওর মেয়েরা টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হারায় প্যারিস সেন্ট জার্মেইকে। সেইসঙ্গে টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের রেকর্ড গড়লো তারা।গত মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপ জয়ের পাশাপাশি ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জিতেছিল লিঁও। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা লিঁও লীগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ আগেই নিজেদের করে নেয়। বৃহস্পতিবার ছিল চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখার মিশন। কার্ডিফে তাই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে তারা। কিন্তু এদিন ছেড়ে কথা বলেনি তাদের প্রতিদ্বন্দ্বী পিএসজিও। যে কারণে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি। হাড্ডাহাড্ডি লড়াই চলে ম্যাচের অতিরিক্ত সময়েও।
×