ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৬, ৩ জুন ২০১৭

বিদ্যুতস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চালক স্বপন বেপারী (৩৫) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা জানান, ওই গ্রামের ইসকান্দার আলী বেপারীর পুত্র স্বপন বেপারী প্রতিদিনের ন্যায় গাড়ি চালানো শেষে বৃহস্পতিবার রাতে প্রতিবেশী নয়ন শাহ্র বাড়িতে গাড়ি চার্জ দিতে যায়। এ সময় ইজিবাইকের ব্যাটারিতে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত স্বপন বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত বলে ঘোষণা করেন। গাজীপুরে কারাবন্দীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলা কারাগারের এক বন্দী শুক্রবার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন প্রধানের (৪৯) মৃত্যু হয়। সে কাপাসিয়া উপজেলার আঞ্জাব এলাকার মৃত সামসুদ্দিন প্রধানের ছেলে। জেলা কারাগারের সুপার নেছার আলম জানান, পাওনা টাকা নিয়ে হোসেন কাপাসিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়ে আবুল হোসেন গত ৩১ মে থেকে জেলা কারাগারে বন্দী ছিলেন। সে ও হৃদরোগী ছিলেন। কারাভ্যন্তরে শুক্রবার সকাল ৮টার দিকে তার বুকে ব্যথা হলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান। কেমিক্যাল মেশানো আম জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শুক্রবার চারঘাটে কেমিক্যাল মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ আম জব্দ করা হয়েছে। এ সময় এমারুল নামের একজনকে আটক করা হয়। এমারুল উপজেলার উত্তর মেরামতপুর গ্রামের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম এমারুল হককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদ-ের আদেশ দেন। কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের শিতলাই পুকুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে শিতলাই বিল এলাকার পুকুরে গোসল করার সময় শিশুরা মূর্তিটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
×