ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে হাহাকার ॥ বালতি হাতে ছাত্রীরা রাস্তায়

প্রকাশিত: ০৬:৩৫, ৩ জুন ২০১৭

বাকৃবিতে হাহাকার ॥ বালতি হাতে ছাত্রীরা রাস্তায়

বাকৃবি সংবাদদাতা ॥ আবাসিক হলে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক সুলতানা রাজিয়া হলের ছাত্রীরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে বালতি হাতে উপাচার্যের বাসভবনসংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তিন শতাধিক ছাত্রী। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে সুলতানা রাজিয়া হলসহ ছাত্রীদের চারটি হলে পানি সরবরাহলাইনে সমস্যা দেখা দেয়। হলের ট্যাবে ময়লা-ঘোলা পানিসহ অনেক সময় পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকে। বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে গত তিন মাসে অন্তত দশবার বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রীরা। শুক্রবার আবারও ছাত্রীরা বালতি হাতে উপাচার্যের বাসভবনের ফটকসংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ করেন। ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, হল প্রশাসনসহ প্রশাসনের কাছে বিভিন্ন সময় জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তারা আরও বলেন, আমাদের আন্দোলনের সময় পানির সমস্যা সমাধানে প্রশাসন আশ্বাস দিলেও তিন মাসেও দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে বিকেল ৩টার দিকে উপাচার্যের সঙ্গে ছাত্রী হলে পানির সমস্যা সমাধানের আলোচনায় বসেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। রবিবারের মধ্যে ছাত্রী হলের পানির সমস্যা সমাধানে সম্মত হলে বিকেল ৪টার দিকে ছাত্রীরা হলে ফিরে যান। বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার বারদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক গুরু ও হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রক্ষ্মচারীর ১২৭তম তিরোধান উৎসব। এ উপলক্ষে বারদীতে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানসহ লোকজ মেলার আয়োজন করা হয়েছে। তিরোধান উৎসবে অংশ নেয়ার জন্য এরই মধ্যে পার্শ¦বর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কা থেকে বিপুলসংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। শনিবার মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক লাখ লোকনাথ ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আশ্রম এলাকা। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উদ্যাপন উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
×