ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুমকি-বাউফল ও কালাইয়া সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ০৬:৩১, ৩ জুন ২০১৭

দুমকি-বাউফল ও কালাইয়া সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ জুন ॥ সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে দুমকি-বাউফল ও কালাইয়া আঞ্চলিক মহাসড়কের সংস্কারের ব্যাপক অনিয়ম চলছে। সরকারী টাকা লুটপাট করতে যেনতেনভাবে এ সড়কের কাজ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে ১১ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৬-১৭ অর্থবছরে সরকার ৭ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। মাহফুজ খান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত দুই সপ্তাহ আগে দুমকী এলাকার বোটবাজার থেকে সড়কটির সংস্কার কাজ শুরু করেন। সিডিউল অনুযায়ী খানাখন্দকে বালি ও ইটের খোয়া দিয়ে রোলার করে বাংলা বিটুমিন ব্যবহার এবং দিনাজপুরের বোল্ডার ভাঙ্গা পাথর দিয়ে ৪০ মিলিমিটার থিকনেছ ওয়াস করে প্রাইম কোট করে তার পরে কার্পেটিং করার কথা থাকলেও তা না করে ঠিকাদার প্রতিষ্ঠান নানা অনিয়মের মধ্যে সংস্কার কাজ করছে। যার ফলে চলতি বর্ষা মৌসুমে সড়কটি আবার বেহাল অবস্থায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী মোঃ হানিফ অভিযোগ করেন, সড়কের কোন কোন জায়গায় শুধু খোয়া ফেলে রোলার না দিয়ে তার ওপর দিয়ে কার্পেটিং করছে। আবার প্রাইম কোট না করেও কার্পেটিং করছে। স্থানীয় জব্বার নামে এক ঠিকাদার বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন পটুয়াখালীর দশমিনা, গলাচিপা ও বাউফলের কয়েক হাজার লোক বরিশাল ও ঢাকা যাতায়ত করছেন। সামনে ঈদ আসছে। কিন্তু খান এন্টারপ্রাইজ সড়কটির পুনঃসংস্কারের কাজটি যেনতেনভাবে করছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন, অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে মাহফুজ খান এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজ খানকে একাধিকবার তার মুঠো ফোনে ০১৭১১৩৪৭২৫৫ কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকোশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক সচল রাখতে সরকারের এ গুরুত্বপূর্ণ প্রকল্পের সিডিউলের বাইরে কাজ করলে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে ।
×