ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপান সম্রাটের সিংহাসন ছাড়ার বিল পার্লামেন্টে অনুমোদন

প্রকাশিত: ০৬:৩০, ৩ জুন ২০১৭

জাপান সম্রাটের সিংহাসন ছাড়ার বিল পার্লামেন্টে অনুমোদন

জাপানের মন্ত্রিসভার পর দেশটির পার্লামেন্টেও সর্বসম্মতিক্রমে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার ঐতিহাসিক বিল পাশ হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দিয়ে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটেছে। যা দু’শ বছরের ইতিহাসে এটাই প্রথম। খবর জাপান টাইমসের। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনের মধ্যে দিয়ে আলোচিত এ বিল অনুমোদন পায়। আগামী সপ্তাহে এটি পার্লামেন্টের উচ্চকক্ষের মাধ্যমে আইন হিসেবে কার্যকর হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টি ছাড়াও অন্য ছয়টি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদিত বিলে বলা হয়েছে, আইন আকারে বিল প্রকাশের পরবর্তী তিন বছরের মধ্যে কেবল সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাড়তে পারবেন। একই সঙ্গে রানীও তার কর্তৃত্ব হারাবেন। ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গত বছর আগস্টে বয়স ও রুগ্ন স্বাস্থ্যের কারণে ঠিকমত দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এক রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। খাবার খেলেই পুরস্কার ভোজন রসিকদের জন্য এটা আনন্দিত হওয়ার মতই খবর। সম্প্রতি জাপানের হনসু দ্বীপের ‘গোল্ডেন কারি রেস্তরাঁ’ ঘোষণা দিয়েছে এক ঘণ্টায় তাদের একটি সুস্বাদু খাবার খেতে পারলে বিজয়ীকে খাবারের বিল পরিশোধ করতে হবে না বরং তারা বিজয়ীকে ৯০০ মার্কিন ডলার পুরস্কার দেবে। তবে কেউ হেরে গেলে তাকে উল্টো দিতে হবে ৫৮ মার্কিন ডলার এবং খাবারের দাম হিসেবে দিতে হবে ৭২ মার্কিন ডলার।-ইয়াহু নিউজ সুপার হেডকোয়ার্টার যুক্তরাজ্যে এক বিলিয়ন ডলারে নির্মাণ করা হচ্ছে গুগলের ‘সুপার হেডকোয়ার্টার’। নতুন এই অফিসে যা রয়েছে তা দেখে অনেকের মনে হতে পারে, এটি গুগলের ‘স্বর্গ অফিস’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাজ্যের লন্ডনে তৈরি করা হবে গুগলের এই নতুন হেডকোয়ার্টার। এটিই হবে বিশ্বে কাজ করার সবচেয়ে ভাল স্থান। এই কার্যালয়ে থাকবে অলিম্পিক সাইজের সুইমিং পুল, ফিটনেস সেন্টার, ইনডোর স্পোর্টস হল, বাগান, ঘুমানোর জায়গা, লাইব্রেরি, থিয়েটারসহ নানান সুযোগ-সুবিধা।-ওয়েবসাইট
×