ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জের জবাব দেয়া হবে ॥ পুতিন

প্রকাশিত: ০৬:২৯, ৩ জুন ২০১৭

মার্কিন ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জের জবাব দেয়া হবে ॥ পুতিন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, আলাস্কা ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন তার দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং মস্কো নিজের শক্তি বাড়িয়ে এর জবাব দেবে। সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় বৃহস্পতিবার পুতিন বলেন, এ ছাড়া মস্কোর আর কোন উপায় নেই। তিনি পরিষ্কার করে বলেন, ‘অন্যরা যখন রাশিয়া ও ইউরোপ সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে তখন মস্কো হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না।’ খবর তাসের। আন্তর্জাতিক গণমাধ্যমে পুতিন বলেন, “ উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন নিয়ে মস্কো বিশেষভাবে উদ্বিগ্ন। তাছাড়া, আলাস্কায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ফোর্ট গ্রিলির শক্তি বাড়ানোর মার্কিন পরিকল্পনার খবরেও মস্কো চিন্তিত।” তিনি আরও বলেন, এ সমস্ত পদক্ষেপে বিশ্বের কৌশলগত ভারসাম্য নষ্ট হচ্ছে। যা ঘটছে তা খুবই মারাত্মক এবং উদ্বেগের বিষয়। আলাস্কা ও দক্ষিণ কোরিয়ায় এখন এটি ঘটছে। ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার উদয় হচ্ছে। আমরা কী এসব অসহায়ভাবে দেখব? অবশ্যই না। এর জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি।
×