ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে চার জেলায় নারীসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:১১, ৩ জুন ২০১৭

বজ্রপাতে চার জেলায় নারীসহ ৫ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ চার জেলায় বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনায় দুইজন, বরিশালে বৃদ্ধা, পঞ্চগড়ে, এক নারী এবং পটুয়াখালীর বাউফলে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্র ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের নশা আকন (৫০) ও চালিতাবুনিয়া গ্রামের গাজী রাসেলের (২৬) বৃহস্পতিবার রাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের নশা আকন ও চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের গাজী রাসেল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিলে মাছ ধরে ধরতে যায়। রাত পৌনে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি শেষে যখন তারা বাড়ি ফিরছিল না তখন পারিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে নশা আকনকে বাড়ির পাশে বিলে মাথা জলসানো অবস্থায় এবং গাজী রাসেলকে পার্শ্ববর্তী মকবুল মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে মৃতাবস্থায় উদ্ধার করেছে। বরিশাল ॥ আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে পদকপ্রাপ্ত এক রতœগর্ভা মা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা গেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের। ওই গ্রামের মৃত কিরণ বড়ালের পুত্র ডাঃ শ্যামল বড়াল জানান, তার রতœগর্ভা মা সাবিত্রী বড়াল (৬৮) বৃহস্পতিবার রাতে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি নিজেই বাড়িতে বসে মায়ের চিকিৎসা করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সাবিত্রী বড়াল মারা যায়। পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে রুকসানা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী সানোয়ার হোসেন (৩৯) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের লক্ষীনারায়নী এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রুকসানা খাতুন ওই এলাকার সানোয়ার হোসেনের স্ত্রী। বাউফল ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়ার ইউনিয়নের চরআলগী গ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে ফোরকান মৃধা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ফোরকান মৃধা ওই গ্রামের হাসেম মৃধার ছেলে।
×