ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাজেটের মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:১১, ৩ জুন ২০১৭

বাজেটের মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটে যে ৩০ মেগা প্রজেক্ট নেয়া হয়েছে তাতে মেগা দুর্নীতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত পুস্তক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাজেট দেয়া হয়েছে আওয়ামী লীগের পকেট ভর্তি করার জন্য। আওয়ামী লীগ জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভর্তি করবে। প্রস্তাবিত বাজেটে ৩০টি মেগা প্রজেক্ট নেয়া হয়েছে। এই মেগা প্রজেক্টগুলোতে মেগা কস্টিং হবে। অর্থাৎ মেগা কস্টিংয়ে মেগা দুর্নীতি হবে। আর আওয়ামী লীগ নেতাদের মেগা পকেট ভারি হবে। ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে সরকার জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। করের নেটওয়ার্কে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে জনগণকে। শতকরা ১৫ ভাগ ভ্যাট আরোপের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সকলকে এই করের বোঝার মধ্যে ফেলে দেয়া হয়েছে। এই সরকারের কোন বৈধতা নেই যে তারা জাতীয় বাজেট দিতে পারে। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম বাড়ানো হয়েছে। শিক্ষায় গুণগত পরিবর্তনের জন্য এ বাজেটে খুব বেশি কিছু বলা নেই। একইভাবে স্বাস্থ্য খাতের অবস্থা অবিশ্বাস্য রকম খারাপ। বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের পকেট কাটার বাজেট। এ বাজেট সাধারণ মানুষের কোন কল্যাণ করবে না। সাধারণ মানুষের জন্য এ বাজেট একটা বোঝা হয়ে দাঁড়াবে। তিনি বলেন, এ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে। তবে এ বাজেট বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হবে। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ, মোতাহের পাটোয়ারি, সঞ্জিব চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব-উন-নবী খান সোহেলসহ প্রমুখ। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে- হাবিব সরকার পবিত্র রোজার মাসেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করা হয়। হাবিব বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। জনগণের সরকার থাকলে দ্রব্যমূল্য এভাবে বাড়ত না। আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটা জনগণের বাজেট নয়, দেশের টাকা চুরি করে সরকারের এমপি-মন্ত্রীদের বিদেশে বাড়ি করার বাজেট। সরকার আগামী দিনে আবার লুটপাট করার জন্য উচ্চাভিলাষী বাজেট দিয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুক সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের পদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আবেদ রাজা, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।
×