ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি হাওড়ে গিয়ে ফটোসেশন করেছে ॥ কাদের

প্রকাশিত: ০৬:১০, ৩ জুন ২০১৭

বিএনপি হাওড়ে গিয়ে ফটোসেশন করেছে ॥ কাদের

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলে গিয়ে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা দেখেছি বিএনপি হাওড়ে গিয়ে ফটোসেশন করেছে, কিন্তু আমরা দুর্গত এলাকায় ফটোসেশন করতে আসিনি। আমরা এসেছি উপকূলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এসেছি। খালেদা জিয়াকে শালীনতা ও সম্মানের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের বাজেট খাই খাই খাওয়া ভবন তৈরির বাজেট নয়, এই বাজেট উন্নয়ন ও জনকল্যাণের জন্য। তাই উন্নয়ন ও জনকল্যাণের বাজেট দেখে বেগম জিয়া ও তাদের দলের গাত্রদাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ সময় মন্ত্রী কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ৬শ’ পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন। এরপর আওয়ামী লীগের কয়েকটি দলে ভাগ হয়ে কক্সবাজারের টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করবেন। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটি বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার পৌঁছে। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, ঢাকসুর প্রাক্তন ভিপি আকতারুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুবির রায় নন্দী, আনোয়ার হোসেন, সেলিম রব্বানী চিনু উপস্থিত ছিলেন। টেকনাফে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী-নগদ টাকা বিতরণ এবং দুর্গত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শুক্রবার সকাল ১১টায় শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল, দুইশ’ পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা প্রদান করেন মন্ত্রী। এরপর জুমার নামাজের পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল ও দুইশ’ পরিবারকে নগদ এক হাজার টাকা হারে প্রদান করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×