ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:০৩, ২ জুন ২০১৭

যাত্রাবাড়ীতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর আলম (৬২) নামে এক মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। তিনি ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে ৫৯/৩ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব) জাহাঙ্গীর আলম থাকতেন ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে তিনি গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে যাওয়ার জন্য রিকশায় করে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে ধলপুরের ব্রাহ্মণচিরণ এলাকায় পৌঁছলে তার রিকশা গতিরোধ করে ৪-৫ জন দুর্বৃত্ত। এ সময় তারা মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের ঘাড়, বুক ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা একটি ব্রিফকেস ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্রিফকেসের মধ্যে আসল ও নকল মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল। তবে সন্ত্রাসীরা তার পকেট থেকে কোন টাকা-পয়সা ও মোবাইল ফোন নেয়নি। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে থানা পুলিশের টহল টিম ধলপুরের ব্রাহ্মণচিরণ এলাকার রাস্তার ওপরে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে জরুরী বিভাগে পৌঁছে দেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, নিহতের শরীরে ৭-৮টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় যাত্রবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে। নিহত মুক্তিযোদ্ধার ছেলে রিপন বলেন, আমার বাবা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরব ছিলেন। কুমিল্লার মুরাদনগরে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগপত্রও জমা দিয়েছিলেন। এ নিয়ে তিনি নিজেও লেখালেখি করেছেন। এ কাজ করতে গিয়ে তিনি অনেকের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। তাই ধারণা করছি, তার খুনের নেপথ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের হাত থাকতে পারে ।
×