ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারের পাকিজায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ আহত ৩০

প্রকাশিত: ০৭:৫৮, ২ জুন ২০১৭

সাভারের পাকিজায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ জুন ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডের অদূরে পৌর এলাকার মজিদপুরের পাকিজা ডায়িং এ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ঘণ্টা দুয়েক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এতে অগ্নিদগ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে কারখানায় কেমিক্যালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানাটিতে রাতের শিফটে অনেক শ্রমিক কাজ করছিল। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তের মধ্যে তা কাপড় রাখার দোতলার একটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৪টিসহ ডিইপিজেড, রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থান থেকে আসা ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ের ফলে অগ্নিদগ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, রোজ ক্লিনিক, ল্যাবজোন হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে এনামে ভর্তি দগ্ধ ৭ জনের মধ্যে ৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে। অপর ৩ জন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) সাইফুল ইসলাম জানান, রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় ডাম্পিংয়ের কাজ।
×