ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেইন ট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের কোন আলামত মেলেনি

প্রকাশিত: ০৭:৪৮, ২ জুন ২০১৭

রেইন ট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের কোন আলামত মেলেনি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের কোন আলামত মেলেনি। ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সোহেল মাহমুদ এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এ্যামির কাছে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করেন তিনি। পরে ডাঃ সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ওই দুই তরুণীর মেডিক্যাল টেস্ট দেরিতে করানোয় স্পার্মে বীর্যের অস্তিত্ব মেলেনি। ডাঃ সোহেল মাহমুদ জানান, ধর্ষণের পরে ৪০ দিন অতিবাহিত হলে সাধারণত ধর্ষণের কোন আলামত পাওয়া যায় না। এছাড়া তাদের ডিএনএ প্রোফাইলিংয়ে কামিজ ও হাইভেজনাল সফট পরীক্ষা করতে দেয়া হয়েছিল। সেখানে কোন ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তাদের শরীরে কোন নির্যাতনের আঘাত পাওয়া যায়নি। যে কারণে আলামতও মেলেনি। ধর্ষণের ঘটনায় স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ফরেনসিক প্রতিবেদনে কি পাওয়া গেছে এমন প্রশ্নের জবাবে ডাঃ সোহেল মাহমুদ জানান, বিষয়টি প্রিজুডিসিয়াল ম্যাটার। এ বিষয়ে তাই আদালতের অনুমতি ছাড়া মন্তব্য করা ঠিক নয়। ডিএনএ ও ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত প্রমাণিত না হওয়ায় তদন্তে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি জানান, সেটা কর্তব্যরত তদন্ত কর্মকর্তাই ভাল বলতে পারবেন। এদিকে তরুণী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৫ আসামির মোবাইল ফোন, রেইন ট্রি হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধারসহ অন্যান্য সংগ্রহ আলামত সিআইডির ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার জানান, আমরা আলামতগুলো পেয়েছি। ডিএনএ ল্যাবে পরীক্ষার কাজ চলছে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিবেদন তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হবে। এটা স্পর্শকাতর মামলা। এর বাইরে কিছু বলা যাবে না।
×