ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘের দেশে ফ্যাশন শো

প্রকাশিত: ০৭:১৬, ২ জুন ২০১৭

মেঘের দেশে ফ্যাশন শো

ফ্যাশন শো কমবেশি সবাই দেখেছেন। আর ফ্যাশন শো সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। ফ্যাশন শো’র মাধ্যমে জানান দেয়া হয় আগামীর ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে। এখানে ফ্যাশন সরণীতে হেঁটে যায় মডেলরা। যাকে বলা হয় র‌্যাম্প মডেলিং ফ্যাশন শো। কিন্তু এবার র‌্যাম্পে নয়, ফ্যাশন শো অনুষ্ঠিত হলো মাটি থেকে ২৩৩ মিটার উঁচু একটি টাওয়ারের ওপর। আর সেই শোতে অংশ নিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মডেলরা! শুনতে অবাক লাগলেও সত্যি। অদ্ভুত এই ফ্যাশন শো’টি হয়েছে চিনের মাকুয়া টাওয়ারে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত কয়েকদিন আগেই ফ্যাশন শো’টি অনুষ্ঠিত হয়। ২৬টি দেশের ৪০ জন সুন্দরী অংশ নেন এতে। ফ্যাশন শোতে দেখা যায়, র‌্যাম্পে সুন্দরী মডেলরা হাঁটেন, তাদের পোশাক দেখান, শারীরিক সৌন্দর্যকে তুলে ধরেন। কিন্তু সেসব কিছু দেখা যায়নি এই ফ্যাশন শোতে। বরং অংশগ্রহণকারীদের স্কাই জাম্পারের পোশাকে দেখা গেছে। প্রত্যেকের পরনে ছিল কালো পোশাক আর কালো স্নিকার্স। কিন্তু কেন এমন অদ্ভুত ফ্যাশন শো অনুষ্ঠিত হলো, এ সম্পর্কে আয়োজক সংস্থা ওয়ার্ল্ড সুপার মডেল প্রোডাকশন এ্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তা জানানো হয়নি। তবে অনেকে বলাবলি শুরু করেছেন, মডেলদের সাহসীকতার পরীক্ষা নিতে নাকি অদ্ভুত ফ্যাশন শোটির আয়োজন করা হয়েছে। এ সম্পর্কে ঐ প্রতিষ্ঠান থেকেও এখনও কোন বিবৃতি আসেনি। মডেলদের সঙ্গে কথা বলেও এর উদ্দেশ্য সম্পর্কে তথ্য পাওয়া যায়নি এখনও। তবে কোন মডেল জানিয়েছেন, কাজটি কঠিন ছিল তবে বেশ এ্যাডভেঞ্চারাস। আর এমন একটি অসাধারণ ফ্যাশন শোর উদ্দেশ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ফ্যাশন ডেস্ক
×