ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাল ফ্যাশনে সিঙ্গেল কামিজ

প্রকাশিত: ০৭:১৫, ২ জুন ২০১৭

হাল ফ্যাশনে সিঙ্গেল কামিজ

ফ্যাশনপ্রিয় নারীদের পছন্দের তালিকায় সিঙ্গেল কামিজ বেশ ভালভাবেই জায়গা দখল করে নিয়েছে। যাদেরকে প্রতিনিয়তই নানা ধরনের কাজের জন্য বাইরে যেতে হয় তাদের কাছে সিঙ্গেল কামিজের চাহিদা একটু বেশি। এই পোশাকটিকে একেবারে বিদেশী বলা চলে না। গরমের কারণে একটু ঢিলেঢালা আর আরামদায়ক করে তৈরি করা হয় এসব কামিজ। তাই সিঙ্গেল কামিজের চাহিদা দিন দিন বেড়েই চলছে। এই কামিজগুলো লং কামিজের কাটিংয়েও পাওয়া যায়। অর্থাৎ বর্তমান ফ্যাশনের ধারা বজায় রেখে কামিজগুলোকে লম্বা করা হচ্ছে। এগুলো লং হাতারও হয় আবার সিøভলেসও পাওয়া যায়। সিঙ্গেল কামিজের ক্ষেত্রে থ্রি কোয়ার্টার কামিজ বেশি মানানসই। সাধারণত সিøভলেস লং কামিজ টিনএজার ও তরুণীদেরকে ভাল মানায়। কুর্তা স্টাইলের লম্বা সিঙ্গেল কামিজ এখনকার যুগের সাঙ্গে একেবারে মানানসই। আর কাপড়ের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে ভয়েল, লিলেন, ডুপিয়ান, ডবি ফেব্রিক্স। হালকা রঙের সুতি, লিলেন, খাদি আর তাঁত কাপড়ে তৈরি হচ্ছে নকশাদার সিøভলেস কামিজ আর কুর্তা স্টাইলের লম্বা কামিজ। উৎসব আর পার্বণের জন্য বেছে নিতে পারেন সিল্ক, মসলিন, এ্যান্ডি সিল্ক, তসর, নেট, জর্জেটসহ নানা আকর্ষণীয় কাপড়। সিল্ক, মসলিন, তসর, জর্জেট, নেটের মতো গর্জিয়াস কাপড়গুলোতে কারচুপি, স্প্রে, লেস, প্যাচ-ওয়ার্ক, সিকুইনসহ নানা ধরনের মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রতিটা ডিজাইনেও প্যাটার্ন, চেক কাপড়, লেস, প্যাচ-ওয়ার্ককে গুরুত্ব দেয়া হয়েছে। রঙের ক্ষেত্রে মেরুন, হলুদ, সবুজ, সাদা রঙের পাশাপাশি কালো, কমলা, বাদামি, কমলা, ম্যাজেন্টা রঙের শেড লক্ষণীয়। কামিজের সঙ্গে রং ম্যাচিং করে ওড়না পরতে পারেন অথবা একেবারে বিপরীত রংও বেছে নিতে পারেন। কামিজের সঙ্গে জিন্স কিংবা সালোয়ার পরতে পারেন। দুটোতেই মানিয়ে যাবে আপনাকে। আজকাল সালোয়ারের ডিজাইনের মোটিফ পরিবর্তন হয়েছে। নানা রকম সালোয়ার এখন বাজারে। গরমে আপনি প্লাজু বেছে নিতে পারেন। সালোয়ার কামিজে পুরনো আমলের কামিজের ধাঁচ ব্যবহার করা হয়েছে। নানান স্টাইলের কামিজ, সঙ্গে চাপা সালোয়ার বা চুড়িদার। কাপড় ব্যবহার করা হয়েছে সুতি, সিল্ক, এন্ডি কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক। ওড়নার সাইজ কামিজের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। গেল বছরের মতো এ বছরও থ্রি কোয়ার্টার হাতাই থাকছে তরুণীদের পছন্দের শীর্ষে। হাইনেক আর রিনেক গলা চলছে বেশি। পোশাকের জৌলুস বাড়াতে ব্যবহার করা হচ্ছে লেইস, চুমকি, পুঁতি, ব্লক, পট্টি, এমব্রয়ডারি, কারচুপি, এ্যাপলিক আর কুচি। সুতির চেয়ে শিফন, মসলিন, হাফ সিল্ক ও পাতলা ভয়েলের ওড়নাই বেছে নিচ্ছেন সবাই। ফ্যাশনের পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতিটি ফ্যাশন হাউসই কামিজের কাটিং প্যাটার্নে পরিবর্তন আনার চেষ্টা করছে। আর এই পরিবর্তনের ব্যাপকতা চোখে পড়ার মতো। কামিজের কাটিং, কলার, লে-আউট, ছাপা, ব্লক, বুটিক, বাটিক, লেস ও চুমকির ব্যবহারসহ প্রায় সবকিছুতে ইদানীং ভিন্নতা দেখা যাচ্ছে। আজকের তরুণীরা ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি এই নতুন ধারার ফ্যাশনের সঙ্গে সহজেই নিজেকে মানিয়ে নিচ্ছেন। সাধ আর সাধ্যের সমন্বয়েই তৈরি হচ্ছে এই পোশাকগুলো। সালোয়ার কামিজ কেনার জন্য ক্রেতাদের প্রধান আকর্ষণ থাকে দেশের বুটিক হাউসগুলোর দিকে। বুটিক হাউসগুলো সময়, উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুঁতি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ। কে-ক্রাফট, আড়ং, অঞ্জন্স, নগরদোলা, বসুন্ধরা সিটিসহ দেশের প্রায় সব ফ্যাশন হাউসে পাওয়া যাবে এই সিঙ্গেল কামিজ। সিঙ্গেল কামিজের দাম ৯০০ থেকে ২০০০ টাকার মধ্যে। কামিজের রঙের ক্ষেত্রে কোমল ও উজ্জ্বল রং বাছাই করুন। যারা বাইরে বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে বলা সবসময় সুতি এবং পাতলা ধরনের কাপড় নির্বাচন করুন। সুতি সালোয়ার কামিজ আপনার চলাফেরা যাতায়াতে আরও সহজ করে তুলবে। ভারি সিল্কের কাপড়, নাইলনের মতো কাপড় আপনার ত্বকে তাজা বাতাস শোষণ করে থাকে। এই গরমে যতটা পারবেন মেকআপ কে এড়িয়ে চলবেন। কারণ মেকআপ এই গরমে আপনার স্কিনে অনেক সমস্যা তৈরি করবে। যেমন- রেশ, এলার্জি। আর সবসময় এই গরমে ছাতা ব্যবহার করুন। মডেল : মিম পোশাক : কে-ক্রাফ্ট ছবি : আসেফ জাওয়াদ
×