ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে নিজেদের গুলিতে ১০ সৈন্য নিহত

প্রকাশিত: ০৬:৪২, ২ জুন ২০১৭

ফিলিপিন্সে নিজেদের গুলিতে ১০ সৈন্য নিহত

ইসলামপন্থী বিদ্রোহীদের দখল থেকে দক্ষিণাঞ্চলীয় একটি শহরকে মুক্ত করতে ফিলিপিন্সের সামরিক বাহিনীর অভিযানের সময় চালানো বিমান হামলায় সরকারী বাহিনীর ১০ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা এ খবর জানিয়েছেন। বিবিসি। এ ঘটনায় জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত ওই বিদ্রোহীদের পরাজিত করার সরকারী উদ্যোগ একটি বড় ধাক্কা খেল। বুধবার ফিলিপিন্স বিমান বাহিনীর দুটি এসএফ-২৬০ বিমান বিদ্রোহীদের দখল থাকা মারাউয়ি শহরের কেন্দ্রস্থলের একটি লক্ষ্যে বোমাবর্ষণ করে, এতে বিদ্রোহীদের বদলে সরকারী বাহিনীর ১০ সেনা নিহত ও অপর সাতজন আহত হয়, জানিয়েছেন লোরেঞ্জানা। নিজেদের সেনাদের আঘাত করা খুব দুঃখজনক। কোথাও কোন একটা ভুল হয়েছে, হয়তো নিচে থেকে কেউ নির্দেশনা দিচ্ছিল অথবা পাইলটের কারণেই, বলেন তিনি। মারাউয়ি শহরে মউত গোষ্ঠীর বিদ্রোহীদের বিরদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় ২৩ মে বিদ্র্রোহীরা শহরটি দখল করে নেয়। শহরের দখল করে নেয়া ভবনগুলো থেকে বিদ্রোহীদের হটাতে স্থল অভিযান ও হেলিকপ্টার থেকে রকেট হামলা শুরু করে ফিলিপিন্সের সশস্ত্র বাহিনী। এই অভিযানে বুধবার প্রথমবারের মতো এসএফ-২৬০ বিমান ব্যবহার করা হয়। এই বিমানের হামলায় নিহত সেনাদের নিয়ে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর ৩৮ সেনা নিহত হল। গত নয় দিন ধরে মারাউয়িতে চলা অস্থিরতা ও লড়াইয়ে আরও ১৯ বেসামরিক ও ১২০ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে জানা গেছে।
×