ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যাটস শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪১, ২ জুন ২০১৭

ম্যাটস শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় টিএমএসএস ম্যাটসের মেধাবী শিক্ষার্থী ইছমত আরা পারভিনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বগুড়ার বিভিন্ন ম্যাটস (মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এদিকে ঘটনার ৩ দিন পার হলেও এই মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশের তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। ফলে বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠছে। শুরু থেকেই ইছমত আরার বাবা ও মা তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন। তবে ৩ দিন পার হলেও পুলিশ ইছমত আরার কাছে থাকা ২টি মোবাইল ফোনের একটিও উদ্ধার করতে পারেনি। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় দুপুরে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন ম্যাটসের শিক্ষার্থীরা কালো ব্যাজ নিয়ে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া ইছমত আরা পারভীনের মা বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। সড়কে দুধ ঢেলে খামারিদের মানববন্ধন স্টাফ রিপোর্র্টার, নীলফামারী ॥ তিস্তা নদী বিধৌত ডিমলা উপজেলায় প্রতিদিন ২১ হাজার ২০০ লিটার দুধ উৎপাদন হলেও তা বিক্রি এবং ন্যায্যমূল্য হতে বঞ্চিত হওয়ার ক্ষোভে বিশ্ব দুগ্ধ দিবস পালনের দিন বৃহস্পতিবার এলাকার শত শত দুগ্ধ উৎপাদনকারী খামারিরা সড়কে দুধ ঢেলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
×