ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মোরেলগঞ্জে নিহত ২

প্রকাশিত: ০৬:৪০, ২ জুন ২০১৭

সড়ক দুর্ঘটনায় মোরেলগঞ্জে নিহত ২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের মাঝিবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে পর্যটক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে দেলোয়ার তালুকদার(৪০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন নাছির শিকদারের ছেলে শাহিন শিকদার(১৯)। মুমূর্ষু অবস্থায় তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরে পর্যটক পরিবহনের চালক মোরেলগঞ্জের কেয়ার বাজার এলাকার মনির গাড়িটি কেয়ার বাজারে ফেলে রেখে পালিয়ে যায়। এই গাড়ির মূল ড্রাইভার শরিফুল ইসলাম সাইনবোর্ড এলাকা থেকে গাড়িটি বদলি ড্রাইভার মনিরের হাতে দিয়ে তিনি সেখানে থেকে বিশ্রামে চলে যান বলে জানা গেছে। ফেনীতে ২ বাসযাত্রী নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে বাস-ট্রাকের সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে আহতদের কাছ থেকে জানা যায়- ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাস বিদ্যুতের খ৭ুটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকের পেছনে বাইরে থাকা বিদ্যুতের খুঁটি বাসের সামনের কাঁচ ভেঙ্গে ঢুকে যায়। এতে বাসের সামনের যাত্রী শিশু ও অজ্ঞাত ৫০ এক নারী ঘটনাস্থলে মারা যায় এবং আহত হয় ৭ জন। ঝিনাইদহে বাইসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জে ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-যশোর সড়কের খয়েরতলা নামক স্থানে বালিভর্তি ট্রাক তাকে চাপা দেয়। গৌরনদীতে রিক্সাচালক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বেজহার নামক এলাকায় বৃহস্পতিবার দুপুর একটায় ব্যাটারিচালিত অটো রিক্সা উল্টে ঘটনাস্থলেই চালক আবদুল হালিম সরদার (৪৫) নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। নিহত হালিম উপজেলার গেরাকুল গ্রামের বাসিন্দা।
×