ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ফের চালু হচ্ছে ওএমএসের চাল বিক্রি

প্রকাশিত: ০৬:৩৯, ২ জুন ২০১৭

নেত্রকোনায় ফের চালু হচ্ছে ওএমএসের চাল বিক্রি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ জুন ॥ অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলের পাঁচটি জেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচীর আওতায় চাল বিক্রির স্থগিতাদেশ বাতিল করেছে খাদ্য অধিদফতর। এর ফলে শুক্রবার থেকে নেত্রকোনাসহ পাঁচ জেলায় আবারও ওএমএসের চাল বিক্রি শুরু হচ্ছে। জানা গেছে, ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট অকালবন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় খাদ্য অধিদফতর গত এপ্রিল মাস থেকে ওএমএস কার্যক্রমের আওতায় ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি শুরু করে। কিন্তু মাত্র দেড় মাসের মাথায় খাদ্য বিভাগের ‘সরবরাহ বণ্টন ও বিপণন বিভাগ’ এর উপপরিচালক এমএ সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (১জুন) থেকে ওএমএস কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়। এ কারণে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠসহ একাধিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। এছাড়া স্থানীয় প্রশাসনও ওএমএস কার্যক্রম চালু রাখার তাগিদ দিয়ে খাদ্য অধিদফতরে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল আলম স্বাক্ষরিত অপর এক চিঠিতে স্থগিতের আদেশটি বাতিল করেন। নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মহাপরিচালকের আদেশটি তার কাছে পৌঁছেছে। তিনি আরও জানান, স্থগিতের আদেশ বাতিল হওয়ায় বৃহস্পতিবার ডিলারদের কাছ থেকে আবার চালান গ্রহণ করা হয়েছে। থানা হাজতে মৃত্যু ॥ ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুর থানা হাজতে নজরুল ইসলাম বাবু নামে এক আসামির মৃত্যুর ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের আমলী আদালত-১ এর বিচারক আতিকুল হায়দারের আদালতে নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন । মামলায় প্রধান আসামি করা হয়েছে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিউল কবীরকে। অন্যরা হচ্ছেন একই থানার এসআই শফিকুর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই জয়নাল, কনস্টেবল আব্দুল হান্নান, নিহত নজরুল ইসলাম বাবুর স্ত্রী উপজেলার উমনপুর এলাকার নাছরিন ফাতেমা, আব্দুল হান্নান, নোমান আহমদ, শাহরিয়ার মাহমুদ, নাজমূল হোসেন ও মইনুল ইসলাম। এদিকে থানা হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় এক উপ পরিদর্শক (এসআই)সহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান তাদের বরখাস্ত করেন।
×