ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফর বাতিল করল আফগানিস্তান

প্রকাশিত: ০৬:২১, ২ জুন ২০১৭

পাকিস্তান সফর বাতিল করল আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জুলাই-আগস্টে পাকিস্তান ক্রিকেট দলের আফগানিস্তান সফরের কথা ছিল। ওই সফরে প্রথমবারের মতো আফগান ভূমিতে কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হতো পাকদের। আবার সেটার পরই আফগান দলের পাকিস্তান সফর করার কথা। কিন্তু সম্প্রতিই কাবুলে জঙ্গি হামলার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড এ সিরিজ বাতিল ঘোষণা করেছে। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিকভাবে আফগানিস্তানের অস্থিরতা রয়েছে বিশেষ করে সীমান্তে। সেই অবস্থার উন্নতি ঘটার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছিল। এবারই প্রথম কাবুলে গিয়ে পাকদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা। প্রস্তাবিত এ সিরিজটির পর আবার পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তানের মাটিতেও হওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হচ্ছিল। কিন্তু সবই ভেস্তে গেছে কাবুলে জঙ্গী হামলার পর। সেই হামলার সঙ্গে ইসলামাবাদ কেন্দ্রিক জঙ্গী দলের সদস্যরা জড়িত বলেও শোনা যাচ্ছে। ট্রাক বোমায় প্রায় ৯০ জন মানুষের মৃত্যু ঘটে। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় পর্বে নিশিকোরি স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় পর্বেও জয়ের দেখা পেয়েছেন কেই নিশিকোরি এবং জুয়ান মার্টিন দেল পোত্রো। বৃহস্পতিবার কঠিন লড়াইয়ের পর টুর্নামেন্টের অষ্টম বাছাই কেই নিশিকোরি ৬-৩, ৬-০ এবং ৭-৬ (৭/৫) সেটে হারান ফ্রান্সের জেরেমি চার্দিকে। পরের রাউন্ডে নিশিকোরি খেলবেন হয় দক্ষিণ কোরিয়ার হিওন চুং নয় উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের বিপক্ষে। রোঁলা গ্যারোয় নিশিকোরির সর্বোচ্চ ফল কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম ফ্রেঞ্চ ওপেনের টুর্নামেন্টের শেষ আটের টিকেট কেটেছিলেন তিনি। এদিকে প্যারিসের এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার জুয়ান মার্টিন দেল পোত্রো। বৃহস্পতিবার স্প্যানিশ টেনিস তারকা নিকোলাস এ্যালামগ্রোর মুখোমুখি হন তিনি। লড়াই চলে অবশ্য সমানে সমানে। প্রথম সেট দেল পোত্রো জেতেন ৬-৩ ব্যবধানে। একই ব্যবধানে দ্বিতীয় সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান এ্যালামগ্রো। কিন্তু তৃতীয় সেটেই হাঁটুর ইনজুরির কারণে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন স্প্যানিশ তারকা। এসময় কান্নায় ভেঙ্গেও পড়েন এ্যালামগ্রো। দেল পোত্রো-নিশিকোরি ছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন ডোমিনিক থিয়েম এবং ডেভিড গোফিন। তবে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা। বুধবার প্রথম পর্বের ম্যাচে আর্জেন্টিনার রেঞ্জো ওলিভোর কাছে ৭-৫, ৬-৪, ৬-৭ (৬/৮) এবং ৬-৪ সেটে হার মানেন টুর্নামেন্টের ১২তম বাছাই সোঙ্গা। শূটার রাব্বি, বাকী ও দিশাকে সংবর্ধনা স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসের শূটিংয়ে ২টি পদক জেতে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ) ব্যক্তিগত ইভেন্টে রাব্বি হাসান মুন্না ২৪৫.৫ স্কোর করে রৌপ্যপদক অর্জন করেন। এছাড়া ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে আবদুল্লাহ হেল বাকী এবং আতকিয়া হাসান দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে জিতে নেন স্বর্ণপদক। এই দিন শূটারকে আগামী ৭ জুন বিকেল ৫টায় সংবর্ধনা দেবে বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী। কিট আন্তর্জাতিক দাবায় জিয়া-রিফাত তৃতীয় স্থানে স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের উড়িষ্যার ভুবনেশ^রে অনুষ্ঠানরত ‘টেন কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল’-এর অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবং রিফাত বিন সাত্তার ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে অন্য ১১ দাবাড়ুর সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া ফিদেমাস্টার ফাহাদ রহমান ৫ পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে চার পয়েন্ট, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৪ পয়েন্ট, আনিসুজ্জামান জুয়েল সাড়ে তিন পয়েন্ট, জামাল উদ্দিন ও মিজানুর রহমান ৩ পয়েন্ট করে, সিরাজুল কবীর ও শাহনাজ মোঃ ফারুক ২ পয়েন্ট করে, মোহাম্মদ হাসান, রাজু আহমেদ, সাদনান হাসান দিহান ও মনন রেজা নীড় দেড় পয়েন্ট করে ও কমুদিনি নার্গিস ১ পয়েন্ট করে পেয়েছেন।
×