ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এটা লুটপাটের বাজেট ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:০৭, ২ জুন ২০১৭

এটা লুটপাটের বাজেট ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ বাজেট লুটপাটের বাজেট। এ বাজেট আওয়ামী লীগকে চুরি করার সুযোগ করে দিয়েছে। এ বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট। খালেদা জিয়া বলেন, এ বাজেট আওয়ামী লীগকে চুরি করার সুযোগ করে দিয়েছে। এ বাজেট তো আর অর্থমন্ত্রীর নয়, এ বাজেটও তৈরি হয় হাসিনার কথামতো। কাজেই হাসিনা যা চান বাজেট তাই। আর এ বাজেট কি আর বাজেট থাকবে নাকি? এ বাজেটের কী দরকার? প্রতিবারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়। পরে দেখবেন বিভিন্ন প্রকল্পে বাজেট বাড়িয়ে নেবে। বিএনপি চেয়ারপার্সন বলেন, গ্যাসের দাম বাড়িয়েছে। চালের দাম এত বেড়েছে যে, দেশের গরিব মানুষ খেতে পারে না। কাজেই আমরা মনে করি গ্যাসের দাম বাড়ানো বন্ধ করুন। গ্যাসের টাকাও হবে লুটের টাকা। এগুলো বন্ধ করুন, দেশের মানুষের দিকে একটু তাকান। এখন কক্সবাজারে রিলিফ যায়নি।
×