ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে ছয় জেলায় দুই ভাইসহ দশ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৬, ২ জুন ২০১৭

বজ্রপাতে ছয় জেলায় দুই ভাইসহ দশ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, দিনাজপুর, চাঁদপুর ও গোপালগঞ্জে ১০ জনের মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরডাকাতিয়ার চরে গরু আনতে গিয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় বজ্রপাতে দুই ভাইসহ তিনজন মারা যায়। এ সময় আহত হয় দুইজন। মৃত ব্যক্তিরা হলোÑ ওই গ্রামের আব্দুর জব্বার মোল্লার পুত্র মোশারফ মোল্লা (৪৫) ও কবির মোল্লা (৪৩) এবং একই বাড়ির ভাষাই মোল্লার পুত্র ইসাহাক মোল্লা (৪৬)। আহত দুইজন হলো আনিচ মোল্লা ও আবুল মোল্লা। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হারুন হাসনাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেমে থেমে চলা বৃষ্টির মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে ক্যাম্পাস-সংলগ্ন মেসে ফিরছিলেন। এমন সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার নাসিরনগরের বালিখলা গ্রামে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ বালিখলা গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মঞ্জু মিয়া (৫০), হামিদ মিয়ার পুত্র শহীদ মিয়া (২৮) আবু মিয়ার পুত্র জিল্লু মিয়া (২৪)। দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আফছার আলী (৬৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। বুধবার রাত ৩টার সময় তিনি নিজ বাড়িতে বজ্রপাতে নিহত হন। কচুয়া, চাঁদপুর ॥ এখানে বজ্রপাতে ভুলু বেগম (৪৫) নামে ১ জন নিহত ও তার মেয়ের জামাত শাহ আলম (২৭) আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিতারা ইউনিয়নের নিন্দপুর গ্রামে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কসবামাজাইল গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে গেদাই জোয়ার্দার (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
×