ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিশুবান্ধব বাজেট শিশু উন্নয়নে বেড়েছে ১৪.৮%

প্রকাশিত: ০৬:০৫, ২ জুন ২০১৭

শিশুবান্ধব বাজেট শিশু উন্নয়নে বেড়েছে  ১৪.৮%

স্টাফ রিপোর্টার ॥ বিগত বছরের মতো এবারও বাজেটকে শিশুবান্ধব, শিশুসংবেদী ও শিশুমুখী করার চেষ্টা হয়েছে। আর এ কারণে সার্বিকভাবে ১৩ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অধীনে শিশুকেন্দ্রিক বাজেটের পরিমাণ ২০১৬-১৭ এর সংশোধিত বাজেটের তুলনায় ২০১৭-১৮ সালে বাজেট বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে শিশুকেন্দ্রিক বাজেট ৪৬ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকায়। প্রবৃদ্ধির হিসেবে যা ২১ দশমিক ৪ শতাংশ। যেহেতু মন্ত্রণালয়গুলোর সার্বিক বরাদ্দের প্রবৃদ্ধির চেয়ে শিশুকেন্দ্রিক কার্যক্রমের বরাদ্দের প্রবৃদ্ধি বেশি, তাই স্পষ্টত শিশুকেন্দ্রিক প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর প্রচেষ্টা বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। জিডিপির অনুপাতে শিশুকেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার গত এক বছরে ২ দশমিক ৩৫ শতাংশ হতে কিছুটা বেড়ে হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। বিশেষভাবে স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন, পুষ্টি এবং শিশুদের সামাজিক নিরাপত্তার খাতে এসব প্রকল্প চালানো হবে। এর মাধ্যমে শিশুরা টিকে থাকা, উন্নয়ন, সুরক্ষা ও অংশগ্রহণ- এই চার ধরনের অধিকার পাবে।
×