ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইবার নিরাপত্তায় গুরুত্বারোপ

আইসিটি খাতবান্ধব সম্ভাবনার বাজেট

প্রকাশিত: ০৬:০৩, ২ জুন ২০১৭

আইসিটি খাতবান্ধব সম্ভাবনার বাজেট

স্টাফ রিপোর্টার ॥ এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সাইবার সিকিউরিটির বিষয়টিও বাজেটে গুরুত্ব পেয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে দেশ অনেকদূর এগিয়ে গেছে। তবে দেশের সব মানুষ এখনও কানেক্টিভিটির আওতায় আসেনি। দেশের উন্নয়নের অংশীদার হিসাবে তাদের কানেক্টিভিটির আওতায় নিয়ে আসা হবে। গড়ে তোলা হবে প্রয়োজনীয় অবকাঠামো। একই সঙ্গে গড়ে তোলা হবে দক্ষ জনবল। এ খাতকে যত সমৃদ্ধ করা যাবে তত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এ খাত থেকে ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। একই সময়ে ২০ লাখের বেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরি করা হবে। এ ২০ লাখ পেশাজীবী জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য সারাদেশে কানেক্টিভিটি তৈরি করা হচ্ছে। দেশের গ্রামাঞ্চল থেকেও যেন তথ্যপ্রযুক্তিবিদরা কাজ করতে পারেন এমন অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে। বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে এখন প্রায় সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের সময় এ কথা জানান তিনি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় ১৩ কোটি ৩১ লাখ। ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ- সময় এখন আমাদের’ নাম দিয়ে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে তথ্যপ্রযুক্তি শিল্প বিকাশে সরকার তথ্যপ্রযুক্তি খাতে প্রথম ২০০৯-১০ অর্থবছরে বরাদ্দ দিয়েছিল দুই হাজার ৩৫৭ কোটি টাকা আর এবার ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ১১ হাজার ৬৪১ কোটি টাকা। গত নয় বছরে তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে ৪ দশমিক ৯৪ গুণ।
×