ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যোগাযোগ খাতের বরাদ্দ বেড়েছে ১২ হাজার ৮১৫ কোটি

প্রকাশিত: ০৫:৫৮, ২ জুন ২০১৭

যোগাযোগ খাতের বরাদ্দ বেড়েছে ১২ হাজার ৮১৫ কোটি

স্টাফ রিপোর্টার ॥ আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দ বেড়েছে ১২ হাজার ৮১৫ কোটি টাকা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অন্তর্র্ভুক্ত করে এ খাতে ৫০ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ মোট বাজেটের ১২ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল ৩৭ হাজার ২৬৫ কোটি টাকা। এ বরাদ্দ ছিল মোট বাজেটের ১০ দশমিক ৫ শতাংশ। পরে সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে করা হয় ৩৬ হাজার ২৬৫ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবার উন্নয়ন ও অনুন্নয়ন মিলে জাতীয় বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ও উন্নয়ন মিলিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগে ১৯ হাজার ৬৯৬ কোটি টাকা, সেতু বিভাগে ৮ হাজার ৪৩০ কোটি টাকা, রেলপথ খাতে ১৬ হাজার ১৩ কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ে ২ হাজার ৭৩২ কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৬৮৭ কোটি টাকা এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ২ হাজার ৫২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এ বরাদ্দ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগে ১০ হাজার ৯১০ কোটি টাকা, সেতু বিভাগে ৯ হাজার ২৮৮ কোটি টাকা, রেলপথ খাতে ১১ হাজার ৯৫০ কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ে ২ হাজার ৫৫ কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৫৪৯ কোটি টাকা এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ২ হাজার ৫১৩ কোটি টাকা।
×