ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশিত: ০৪:০৪, ২ জুন ২০১৭

বিশ্ব দুগ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০১৭’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দুধ পানে অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি’। দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উপকারিতা বিষয়ে সচেতনাত সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর ১ জুন দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ফর্মগেটে প্রাণিসম্পদ অধিদফতরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। কৃষি খামার সড়ক প্রদক্ষিণ শেষে ফর্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘বাংলাদেশে বেশি দুধ গ্রহণের মাধ্যমে পুষ্টি বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। পোশাক শিল্পের আয়কর কমছে অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর কমছে তৈরি পোশাক শিল্পে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের আয়কর কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে আন্তর্জাতিক বাজার প্রতিকূল পরিস্থিতিতে এ খাত নানা চাপের মুখে আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এই শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন সময় সরকার প্রণোদনা দিয়ে আসছে। তৈরি পোশাক উৎপাদন ও রফতানিতে নিয়োজিত করদাতারা ০.৭ শতাংশ হারে উৎসে কর এবং ২০ শতাংশ হারে আয়কর দিচ্ছেন। আগামীতে আয়কর কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। তবে এই বাজেটে কোম্পানি করের হারে কোন পরিবর্তন আসছে না। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এই কর হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন।
×