ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনফরমেশন সার্ভিসেসের লোকসান কমেছে

প্রকাশিত: ০৩:৪২, ২ জুন ২০১৭

ইনফরমেশন সার্ভিসেসের লোকসান কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৬-মার্চ, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪৬ পয়সা। সেই হিসাবে শেয়ার প্রতি লোকসান কমেছে ৭৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আর শেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ, ১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৬ পয়সা। ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৬০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ক্ষতিগ্রস্তদের আইপিও কোটার মেয়াদ ৬ মাস বাড়ছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও তে বিশেষ কোটা প্রাপ্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সেই হিসাবে এই বিশেষ কোটা প্রাপ্তির সুযোগ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিশেষ কোটা প্রাপ্তির মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছিল। অর্থ মন্ত্রণালয়ের এই চিঠি ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পেয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের লোকসান সমন্বয়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আইপিওতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ শেয়ার সংরক্ষিত আছে। ২০১০ সালে সূচিত ধসের পর বিএসইসি যে প্রণোদনা স্কিম ঘোষণা করে তার আওতায় এই কোটা সংরক্ষণ করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×