ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন কৌশলগত পরিকল্পনা দেশী বিশেষজ্ঞের পর্যালোচনার আহ্বান

প্রকাশিত: ০৮:২৪, ১ জুন ২০১৭

জলবায়ু পরিবর্তন কৌশলগত পরিকল্পনা দেশী বিশেষজ্ঞের পর্যালোচনার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলগত কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি ২০০৯) পর্যালোচনায় বিদেশী বিশেষজ্ঞ দ্বারা করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিশটি অধিকার ভিত্তিক নাগরিক সমাজ সংগঠন। তারা দেশী বিশেষজ্ঞ দ্বারা এবং নাগরিকদের অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তারা এ গুরুত্বপূর্ণ দলিলটি পর্যালোচনা করার দাবি জানান। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘বিসিসিএসএপি ২০০৯ : হতে হবে দেশীয় বিশেষজ্ঞ দ্বারা এবং অন্তর্ভুক্তিমূলক’ শীর্ষক সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন সৈয়দ আমিনুল হক। এতে আরও বক্তব্য রাখেন বিসিজেএফের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জের মিজানুর রহমান বিজয়, উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, সেন্টার ফর সাসটেইনেবল লাইভলিহুডের প্রদীপ কুমার রায় প্রমুখ।
×