ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পী আবদুল জব্বারের চিকিৎসা সহায়তায় সানোয়ারা গ্রুপ

প্রকাশিত: ০৮:২২, ১ জুন ২০১৭

শিল্পী আবদুল জব্বারের চিকিৎসা সহায়তায় সানোয়ারা গ্রুপ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ‘সালাম সালাম হাজার সালাম..., তারা ভরা রাতে... এবং ওরে নীল দরিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আবদুল জব্বারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমান। অর্থাভাবে নন্দিত এ শিল্পীর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এ খবর ফেসবুকে একজনের স্ট্যাটাসের সূত্রে জানতে পেরে তিনি সহযোগিতার হাত বাড়ান। প্রবাসী কল্যাণ মন্ত্রীর বড় ছেলে সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর হাতে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেন। চেক প্রদানকালে মুজিবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, আপেল মাহামুদ, মাহমুদুন্নবীদের গান শুনে দেশকে হানাদারমুক্ত করার যুদ্ধে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি এই গুণী শিল্পীর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতারে অসংখ্য গান করেছেন আবদুল জব্বার। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধকালে তিনি ভারতের বিভিন্ন স্থানে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গাওয়া গণসংগীত থেকে পাওয়া ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। কিডনি এবং হার্টসহ বিভিন্ন রোগে জর্জরিত। তার চিকিৎসায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন হবে। শিল্পী আবদুল জব্বার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসাবাবদ ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন।
×