ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রকাশিত: ০৮:২১, ১ জুন ২০১৭

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ষা সামনে রেখে চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদে তৎপর হয়েছে প্রশাসন। প্রবল বর্ষণে পাহাড় ধসে কোন বিপর্যয় ঘটতে পারে এ আশঙ্কায় বুধবার অভিযান চালানো হয় লালখান বাজার মতিঝর্ণা এবং বায়েজিদ এলাকার পাহাড়ে। এ সময় মতিঝর্ণা এবং বায়েজিদ এলাকার পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর বিদ্যুত ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বসবাসকারীদের সরে যাবার নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে সরে না গেলে এই স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
×