ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফসি কাপ

মর্যাদার লড়াইয়ে আবাহনী মোহনবাগান ম্যাচ ড্র

প্রকাশিত: ০৮:০০, ১ জুন ২০১৭

মর্যাদার লড়াইয়ে আবাহনী মোহনবাগান ম্যাচ ড্র

রুমেল খান ॥ ম্যাচটির কোন গুরুত্ব ছিল না। দু’দলই বিদায় নিয়েছে আগেই। তারপরও নিয়ম রক্ষার ম্যাচটি ছিল মর্যাদার। কেননা এক হিসেবে এটা ছিল বাংলাদেশ বনাম ভারতের ফুটবল খেলা। সেই খেলায় কেউ জেতেনি, আবার কেউ হারেওনি। বুধবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ১-১ গোলে ড্র করে কলকাতার মোহনবাগান এ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। খেলার প্রথমার্ধে আবাহনী ১-০ গোলে এগিয়ে ছিল। ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ম্যাচটি বিঘিœত হয়। মাত্র ৩ মিনিট খেলা হতেই বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বন্ধ করতে বাধ্য হন সিঙ্গাপুরের রেফারি সুখবীর সিং। পাক্কা এক ঘণ্টা পর আবহাওয়ার উন্নতি ঘটলে আবারও ম্যাচ শুরু হয়। ৯ মিনিটে গোল করে এগিয়ে যায় স্বাগতিক আবাহনী। বাঁ প্রান্ত দিয়ে মামুন মিয়ার পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন (১-০)। মনে হচ্ছিল আবাহনীই জিততে যাচ্ছে, আচমকা ৮২ মিনিটে গোল শোধ দিয়ে বসে মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করেন দলের জাপানী মিডফিল্ডার-অধিনায়ক কাতসুসি ইউসা (১-১)। হতাশায় পোড়ে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা। একাধিক আক্রমণ শাণিয়েও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি তারা। ‘দ্য মেরিনার্স খ্যাত মোহনবাগান তাদের প্রতিটি আক্রমণই রুখে দেয়। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে জয়ের সমতুল্য ড্র করার চিত্তসুখ নিয়েই মাঠ ছাড়ে তারা। ৯ পর্যন্ত ‘ই’ গ্রুপে নিজেদের ৬ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে আবাহনী। জিতেছে একটিতে। পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে অবস্থান আগের মতোই, চার দলের মধ্যে চতুর্থ। পক্ষান্তরে আবাহনীর একধাপ ওপরে আছে মোহনবাগান। সমান ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। তারা জিতেছে ২ ম্যাচে, হেরেছে তিনটিতে। একই দিনে ভারতে এই গ্রুপের অপর ম্যাচে বেঙ্গালুরু এফসি ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে। বেঙ্গালুরু এবং মাজিয়া উভয় দলেরই সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট। তবে গোলগড়ে এগিয়ে থাকায় মাজিয়াই যাচ্ছে চূড়ান্ত পর্বে। আবাহনীকে এর আগে হোম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। বুধবারের খেলায় ড্র করায় আর প্রতিশোধটা নেয়া হলো না তাদের। ড্র দিয়েই এএফসি কাপের মিশন শেষ করতে হলো দু’দলকে।
×