ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্পট মার্কেটে ন্যাশনাল ব্যাংক

প্রকাশিত: ০৭:০২, ১ জুন ২০১৭

স্পট মার্কেটে ন্যাশনাল ব্যাংক

তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ থেকে ৪ জুন টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুন। প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৩১ জুলাই। -অর্থনৈতিক রিপোর্টার পাওয়ার প্লান্ট স্থাপন করবে প্যারামাউন্ট টেক্সটাইল জয়েন্ট ভেঞ্চারে পাওয়ার প্লান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। প্যারামাউন্ট স্পিনিং মিলস, প্যারামাউন্ট হোল্ডিংস লিমিটেড এবং এগ্রিটেক এজি, জার্মানির সঙ্গে প্যারামাউন্ট টেক্সটাইলের জয়েন্ট ভেঞ্চারের নাম হবে প্যারামাউন্ট এগ্রিটেক কনসোর্টিয়াম। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট (এইচএফও ফায়ার ইঞ্জিন বেসড) স্থাপনে জয়েন্ট ভেঞ্চারটি কাজ করবে। উল্লেখ্য, জয়েন্ট ভেঞ্চারের ৫৫ শতাংশ শেয়ার ধারণ করার পাশাপাশি নেতৃত্ব দেবে প্যারামাউন্ট টেক্সটাইল। -অর্থনৈতিক রিপোর্টার
×