ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ থেকে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা

প্রকাশিত: ০৭:০১, ১ জুন ২০১৭

আজ থেকে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে তালিকাভুক্ত সব শেয়ারের অভিহিত মূল্য এখন ১০ টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা রূপান্তরের মাধ্যমে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ-সংক্রান্ত এক আদেশের পূর্ণ বাস্তবায়ন হলো। আজ বৃহস্পতিবার থেকে বিএসসির অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে শেয়ারটি কেনাবেচা হবে। সেক্ষেত্রে বিএসসির মঙ্গলবারের সমাপনী মূল্য ৬১৪ টাকা ৪০ পয়সা হওয়ায় বৃহস্পতিবার এই পারম্ভিক মূল্য হবে ৬১ টাকা ৪০ পয়সা। ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর এক আদেশে যেসব কোম্পানির অভিহিত মূল্য ১০ টাকা ছিল না, সেগুলোকে ওই বছরের ৩০ নবেম্বরের মধ্যে ১০ টাকায় রূপান্তরের আদেশ দিয়েছিল বিএসইসি। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন শেয়ারবাজার তদন্ত কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। তবে বিএসসি আইনের আওতায় গঠিত হওয়ায় সংশ্লিষ্ট ওই আইনের সংশোধন ছাড়া কমিশনের ওই আদেশ বাস্তবায়ন করা সম্ভব ছিল না। বর্তমান সংসদের ১৪তম অধিবেশনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন ২০১৭-এর মাধ্যমে কোম্পানিটির অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তরে সম্মতি দেয় সংসদ। গত ৩ মে কোম্পানিটি জানায়, পরিচালনা পর্ষদ অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রেকর্ড ডেট ৩১ মে নির্ধারণ করা হয়।
×