ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ০৭:০০, ১ জুন ২০১৭

পুঁজিবাজারে লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৫০৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৮৮ কোটি ৩০ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। চার কার্যদিবস পরে ডিএসইর সার্বিক লেনদেন ৫শ কোটি টাকা ছাড়াল। এর আগে ২৫ মে ডিএসইতে ৫২৩ কোটি টাকা লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর। বাজার সংশ্লিষ্টদের মতে, বাজেট ঘোষণার ঠিক আগের দিন পুঁজিবাজারে লেনদেন ও সূচক বাড়ল। চতুর্থ রমজানের দিনে সকাল থেকেই বাজারে সূচকের তীর উপরে উঠতে থাকে। তবে গ্যাসের দর বাড়ানোর ঘোষণায় বুধবার সকাল থেকেই জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলো লেনদেনের শীর্ষে ছিল। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুডের ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির ৪০ লাখ ৪০ হাজার ৩৫৬টি শেয়ার ১০৮ টাকায় লেনদেন হয়েছে। সিটি গ্রুপ কোম্পানিটির শেয়ার এই দরে কিনেছে। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, ইফাদ অটো, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডিকম, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও রিজেন্ট টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডিকম, বিডি অটোকার, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ফাইন ফুড, এপেক্স ফুটওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইএফআইসি ও প্রিমিয়ার ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন, তাকাফুল ইন্সু্যুরেন্স, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, সামাতা লেদার, খুলনা প্রিন্টিং প্যাকেজিং লিমিটেড, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও নদার্ন ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ১৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭০৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, প্যারামাউন্ট টেক্সটাইল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো।
×