ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান

এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৬:৫৪, ১ জুন ২০১৭

এসএসসি পদার্থবিজ্ঞান

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স জ্ঞানমূলক প্রশ্নোত্তর ২৬। সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি কোন রাশির উদাহরণ? উত্তর : ভেক্টর রাশির ২৭। বেগ কাকে বলে? উত্তর : কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। ২৮। ত্বরণ কাকে বলে? উত্তর : সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ২৯। সুষমবেগ কাকে বলে? উত্তর : যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষমবেগ বলে। ৩০। অসম বেগ কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি চলার সময় গতির দিক পরিবর্তন করে তাহলে সেই বেগকে অসমবেগ বলে। ৩১। বেগ নির্ণয়ের যন্ত্রের নাম কী? উত্তর : স্পিডোমিটার ৩২। তড়িৎ তীব্রতা কোন ধরনের রাশি? উত্তর : ভেক্টর রাশি ৩৩। সুষম ত্বরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তর : অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ সুষম ত্বরণ। ৩৪। মঋণাতœক ত্বরণ কাকে বলে? উত্তর : সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাতœক ত্বরণ বা মন্দন বলে। ৩৫। ত্বরণের একক কী? উত্তর : সং-২ ৩৬। মন্দনের একক কী? উত্তর : সং-২ ৩৭। অভিকর্ষজ ত্বরণ কোন ধরনের ত্বরণ? উত্তর : সুষম ত্বরণ ৩৮। কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়? উত্তর : বেগ-সময় ৩৯। বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর : ত্বরণ ৪০। বেগের একক লিখ। উত্তর : সং-১ ৪১। বেগ-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কী নির্দেশ করে? উত্তর : ত্বরণ ৪২। বেগের পরিবর্তন না হলে কী হয় না? উত্তর : ত্বরণ ৪৩। গতির সমীকরণ কয়টি? উত্তর : ৪টি ৪৪। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? উত্তর : মেরু অঞ্চলে ৪৫। পৃথিবী ও বইয়ের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ৪৬। পড়ন্ত বস্তু সম্পর্কিত কয়টি সূত্র রয়েছে? উত্তর : ৩টি ৪৭। মহাকর্ষ কাকে বলে? উত্তর : মহাবিশে^র যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। ৪৮। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ৪৯। দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে? উত্তর : বেগ ৫০। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? উত্তর : শূন্য
×