ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিশালে যাত্রাপালা ‘বিদ্রোহী নজরুল’

প্রকাশিত: ০৬:৪৭, ১ জুন ২০১৭

ত্রিশালে যাত্রাপালা ‘বিদ্রোহী নজরুল’

সংস্কৃতি ডেস্ক ॥ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১১৮তম জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রতি বছরের মতো এবারেও তিন দিনব্যাপী নজরুল মেলার ব্যাপক আয়োজন করা হয়। তবে এবারের বিশেষ আকর্ষণ ছিল যাত্রাপালা ‘বিদ্রোহী নজরুল’ এর অংশবিশেষ অভিনয়। এটি বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে পরিবেশিত হয়। মেলার দ্বিতীয় দিনে পালাটি মঞ্চায়নের সময় বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়। কবি শৈশবের কয়েক বছর এই ত্রিশালেই কাটিয়েছেন। দারোগা রফিজউল্লাহ তাকে আসানসোল থেকে এখানে নিয়ে আসেন। নজরুল এখানে দরিরামপুর স্কুল মাঠে বটতলায় বাঁশি বাজাতেন। মঞ্চে এসব দৃশ্যে অভিনয়ের সময় দর্শক আবেগে উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে গোটা প্যান্ডেল। মিলন কান্তি দে রচিত ও আবদুল হক শিকদার নির্দেশিত যাত্রাপালার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-শেখ ফরিদ, আবুল বাশার ফরিদ, শফিকুল ইসলাম লিটন, আদনান সাদিক উদয়, কামরুজ্জামান, আবদুল মান্নান, শাহ্ মোহাম্মদ আলী, জ্যোৎস্না, সোমা প্রমুখ। নজরুলের ভূমিকায় সাখাওয়াত হোসেন সেলিম দর্শকমন জয় করতে সক্ষম হন। প্রতিটি দৃশ্যে তার চমকপূর্ণ উপস্থিতি পালা কাহিনীকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- আবুল হাশেম। যাত্রানুষ্ঠানের শুরুতে ‘বিদ্রোহী’ কবিতা মুখস্থ আবৃত্তি করেন যাত্রানট মিলন কান্তি দে।
×