ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ সামনে রেখে বললেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস

আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে ইংলিশরা

প্রকাশিত: ০৬:৪৩, ১ জুন ২০১৭

আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ অতি-আক্রমণাত্মক আর ‘পাওয়ার’ ক্রিকেটের সুবিধা-অসুবিধা দুটিই রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে যেমন ৫ ওভারের মধ্যে ৬ উইকেট হারানোর লজ্জায় ডোবে ইংল্যান্ড, ২-১এ সিরিজ নিশ্চিত হলেও ম্যাচটাও হারে বড় ব্যবধানে। তবে গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর বদলে যাওয়া ইংল্যান্ডের মূল শক্তি কিন্তু পাওয়ার ব্যাটিং, টেকনিকের সঙ্গে ব্যাটসম্যানদের মাসলের শক্তি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ থেকে ঘরের মাটিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের স্টাইল এতটুকু বদলাবে না ইংলিশরা। কোচ ট্রেভর বেইলিস তেমনটাই বলেছেন, ‘আমি কখনো দেখিনি কোন দল গ্লোবাল কোনও টুর্নামেন্ট জিততে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। এটা শুধুমাত্র একটি দলকে দিয়েই সম্ভব, যারা উদ্ধত ভঙ্গিতে খেলে। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কৌশলের কোন পরিবর্তন হবে না।’ প্রোটিয়াদের বিপক্ষ বিপর্যয়ে পড়লেও ব্যাটসম্যানরা আক্রমণ করা থেকে নিজেদের বিরত রাখেনি। উল্টো চেপে খেলার চেষ্টাতেই ছিল ইংলিশরা। যদিও শেষ পর্যন্ত এমন কৌশলে সেদিন আর কাজে দেয়নি। বেইলিস বলেন, ‘ত্রুটি শুধরে নিতে আমাদের আরও সতর্ক হতে হবে। এখনও ভাল কিছু করে যাওয়া সম্ভব। ভাল বল ছেড়ে দাও আর বাজে বলকে মাঠ ছাড়া করো।’ লর্ডসের সবুজ উইকেট নিয়ে হতাশা ঝরেছিল অধিনায়ক মরগানের কণ্ঠে। তবে এক্ষেত্রে কৌশলী হয়েই কথা বললেন ইংলিশদের হাইপ্রোফাইল অস্ট্রেলিয়ান কোচ, ‘লর্ডস থেকে আমাদের আরও নমনীয় হতে হবে। বিশেষ করে এই ধরনের উইকেটে ইতিবাচক মনোভাব রাখাটা খুব জরুরী। চ্যাম্পিয়নস ট্রফিতে এ ধরনের সবুজ উইকেট দেখতে পাব কিনা জানি না। যদি দেখি তাহলে আমাদের আরও সতর্কতার সঙ্গে এর মোকাবিলা করতে হবে। পরিস্থিতি বিচেনা করে ব্যাটিং করতে হবে।’ অধিনায়ক মরগানের কণ্ঠেও আচমকা পাওয়া ওই লজ্জা ভুলে টুর্নামেন্টে স্বরূপে ফেরার প্রত্যয়,‘আমি হার নিয়ে যতটা না, লর্ডসের পিচ নিয়ে তার চেয়ে বেশি চিন্তিত! আন্তর্জাতিক সিরিজে এটা মেনে নেয়া যায় না। এমন পরিস্থিতিতে টস জেতটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তবে আমি এ নিয়ে চিন্তিত নই। কারণ টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পথেই প্রমাণ হয়েছে আমার ঠিক পথে আছি। চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে ভাল করতে শতভাগ আত্মবিশ্বসী আমি।’ ২০০৪ ও ২০১৩ সালে দুবার রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। কিন্তু শিরোপা জেতা হয়নি। হাই-প্রোফাইল ব্যাটিং ও বোলিং ইউনিট নিয়ে ঘরে মাটিতে ইংলিশরা এবার অন্যতম ফেভারিট। ব্যাটিংয়ে মরগান, জোট রুট, বেন স্টোকস, জস বাটলাররা সেরা সময় পাড় করছেন। বোলিংয়ে লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস ও মার্ক উডও দুর্দান্ত। আজ বাংলাদেশ ম্যাচ দিয়েই শুরু হয়ে যাচ্ছে তাদের মিশন।
×