ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ১ জুন ২০১৭

টুকরো খবর

সেই বিতর্কিত এএসপির বিদায় নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩১ মে ॥ অবশেষে বাউফল সার্কেলের বিতর্কিত এএসপি সাইফুল ইসলামকে বিদায় দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঘরোয়া পরিবেশে পুলিশ সুপারের বাসভবনে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে বাউফলে ওসির রুমে নির্যাতন শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর, নির্যাতিত বিজয়ের মা জোসনা বেগম হাইকোর্টে একটি রিট আবেদন করলে, অভিযুক্ত বাউফল সার্কেলের এএসপি সাইফুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়। গত ১৫ মার্চ পুলিশের আইজি তাকে বদলির আদেশ করলেও সার্কেল এএসপি সাইফুল ইসলাম নানা অজুহাত দেখিয়ে নতুন কর্মস্থলে যোগদানে বিরত থাকেন। সম্প্রতি নির্যাতিত বিজয়ের মা জোছনা বেগমের পক্ষে আইজিকে একটি লিগ্যাল নোটিস পাঠানো হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার পটুয়াখালীর পুলিশ সুপার সার্কেল এএসপি সাইফুল ইসলামকে বাউফল সার্কেল থেকে রিলিজ করেন এবং ওই রাতে তাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়। কলাপাড়া পৌরসভার বাজেট পেশ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ মে ॥ কলাপাড়া পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের খসড়া বাজেট পেশ করা হয়েছে। পৌর সচিব মাসুম বিল্লাহ এ বাজেট পেশ করেন। বুধবার সকাল ১০টায় পৌর মিলনায়তনে বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে পৌর সচিব ছাড়াও, নির্বাহী প্রকৌশলী মিজানুজ্জামান, কাউন্সিলর মতিয়ার রহমান হাওলাদার, মাহবুব আলম, হুমায়ুন কবির, মনোয়ারা বেগম, নমিতা দত্ত, সাংবাদিক শামসুল আলম, জীবন কুমার ম-ল, মেজবাহউদ্দিন মাননু, সমাজসেবক মেজবাহউদ্দিন বাবুল, আবদুল খালেক, শিক্ষক পিয়ারা বেগম বাজেটের ওপর আলোচনা করেন। র‌্যাবের হাতে আটক ২ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার জায়গীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব রাজশাহীর সদস্যরা। এরা হলো, চারঘাট উপজেলার জয়পুর গ্রামের ভাসান সরদারের ছেলে জনি সরদার ও একই উপজেলার ফরিকপাড়া গ্রামের হাসান আলীর ছেলে আরিফুল ইসলাম ওরফে রাজু। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। ২৩০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ মে ॥ চলতি অর্থবছরের এপ্রিল ২০১৭ পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নওগাঁ জেলার আওতায় ১১টি উপজেলায় গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, অসচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁইসহ আর্থসামাজিক উন্নয়নে প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ চলছে। যার মধ্যে ৪১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৪৮ জন ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ, ৯ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ৪টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ৮ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে ২টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। এছাড়াও ১৯৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৪১৯ দশমিক ৪৩ কিঃমিঃ সড়ক ও ২৯ মিটার ব্রিজ-কালভার্টসহ ১টি ১৩৫ মিটার রাবার ড্যাম নির্মাণ করা হয়।
×