ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় দর্জি শ্রমিক কর্মবিরতি ॥ বিপাকে জনগণ

প্রকাশিত: ০৬:৩১, ১ জুন ২০১৭

গাইবান্ধায় দর্জি শ্রমিক কর্মবিরতি ॥ বিপাকে জনগণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩১ মে ॥ জেলার দর্জি কারিগর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ঈদ রোজা মৌসুমে বেআইনীভাবে কাজ বন্ধ রেখে অবৈধ কর্মবিরতি শুর করে জেলা শহরের দর্জি মালিক সমিতির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। গত ২৯ মে থেকে জেলার দর্জি দোকানগুলো বন্ধ থাকায় দর্জি মালিকরাসহ পোশাক প্রস্তুত করতে জনগণ চরম বিপাকে পড়েছে। এ জন্য ঈদ মৌসুমে কাপড় ব্যবসায়ীদের বেচাকেনাও বন্ধ হয়ে গেছে। বুধবার গাইবান্ধা দর্জি মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জরুরী ভিত্তিতে এর প্রতিকার দাবি করা হয়েছে। সেই সঙ্গে এই অরাজকতা সৃষ্টির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পূর্ব ঘোষণা ছাড়া শুধু ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দর্জি শ্রমিকরা গত ২৯ মে থেকে আকস্মিকভাবে কর্মবিরতি শুরু করে। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি, হুমকি প্রদর্শন ও জোরপূর্বক দর্জি কারখানার সকল কার্যক্রম কাজ বন্ধ করে দেয়। উল্লেখ্য, দর্জি মালিক ও দর্জি শ্রমিকদের ২০১৬ সালের ৭ জুনের যৌথ সভায় সম্পাদিত চুক্তি মোতাবেক আগামী ৭ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ অনুযায়ী মূল্য বৃদ্ধির সময় নির্ধারণ করা রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ গোলাম টেইলার্সের স্বত্বাধিকারী রাজু আহমেদ, দি ডিসেন্ট টেইলার্সের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক, নুরুন্নবী আকন্দ, মাসুদ সরকার, খায়রুল ইসলাম খোকন প্রমুখ। হামলা-মামলার শিকার সাবেক সেনা সদস্য ভূমিদস্যুদের হামলা-মামলার শিকার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর পুরাতন বাদিয়াখালী গ্রামে মিজানুর রহমান নামে এক সাবেক সেনা সদস্য বাড়ি বেদখলের চেষ্টার প্রতিবাদে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি ওই গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে এলেও একই এলাকার ভূমিদস্যু কুখ্যাত সন্ত্রাসী হুমায়ন ও বাবুল চক্রের হাতে জিম্মি হয়ে পরিবার-পরিজন নিয়ে ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসহায়ভাবে জীবনযাপন করে আসছে।
×