ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এক মাসে ৪৮ নারী-শিশু নির্যাতিত

প্রকাশিত: ০৬:২৯, ১ জুন ২০১৭

রাজশাহীতে এক মাসে ৪৮ নারী-শিশু নির্যাতিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। মে মাসেই নির্যাতনের শিকার হয়েছে ৪৮ নারী ও শিশু। এর মধ্যে ২৩ শিশু ও ২৫ নারী রয়েছে। মে মাসে রাজশাহীতে দুই নারী ও চার শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার জরিপ রিপোর্টে এ তথ্য প্রকাশ করে। তাদের দেয়া তথ্য মতে, এ অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বাড়ছে। যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। মে মাসে ঘটে যাওয়া কিছু যাওয়া ঘটনার চিত্রও তুলে ধরা হয় তাদের রিপোর্টে। এর মধ্যে নগরীতে বিএমডির প্রকৌশলী লোভের শিকার সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগও তুলে ধরা হয়। এছাড়া দূর্গাপুরে সায়বাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে নাজনীন খাতুন নামের গৃহবধূর আত্মহত্যা, একই উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের পারিবারিক কলহের জের ধরে আম্বিয়া বেগম নামের গৃহবধূর আত্মহত্যা, বাঘায় শ্বশুর মারা যাওয়ার চারদিন পর স্বামী-স্ত্রীকে তালাক দেয়ার ঘটনা একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনাও রয়েছে। মোহনপুর উপজেলার পরিজুনপাড়া গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ছাড়াও রাজশাহীর মসজিদ মিশন একাডেমির কলেজ শাখার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ করা হয় ওই সংস্থার রিপোর্টে। গোদাগাড়ীতে বৃদ্ধাকে হত্যার পর সেপটিক ট্যাংকে ফেলে দেয়ার ঘটনাও ঘটে মে মাসে। বেসরকারী উন্নয়ন সংস্থা লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক।
×