ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাদ্য সঙ্কটের আশঙ্কা

নেত্রকোনায় ওএমএসের চাল বিক্রি স্থগিত

প্রকাশিত: ০৬:২৮, ১ জুন ২০১৭

নেত্রকোনায় ওএমএসের চাল বিক্রি স্থগিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ মে ॥ পূর্ব ঘোষণা ছাড়াই মাত্র দেড় মাসের মাথায় অকালবন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনা জেলায় ওএমএস (ওপেন মার্কে সেল) এর চাল বিক্রি স্থগিত করে দেয়া হয়েছে। এ কারণে ভিজিএফ সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, সাম্প্রতিক অকালবন্যায় খালিয়াজুরি, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দাসহ ১০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে নিঃস্ব হয়ে যায় অন্তত ১ লাখ ৬৭ হাজার কৃষক পরিবার। বিশেষ করে খালিয়াজুরি উপজেলার একজন কৃষকও ধান কাটতে পারেনি। ধান নষ্ট হওয়ায় প্রতিটি পরিবারে দেখা দেয় খাদ্য সঙ্কট। এ অবস্থায় সরকারীভাবে ১০ উপজেলার মাত্র ৫০ হাজার পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচীর আওতায় নেয়া হয়। এসব পরিবারের মাঝে মাসে ৩০ কেজি করে চাল এবং ৫শ’ টাকা করে বিতরণ করা হচ্ছে। বাকিদের জন্য গত ১৭ এপ্রিল থেকে ৬৯টি ইউনিয়নে ৭২ জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কর্মসূচী চালু করে খাদ্য বিভাগ। এ কর্মসূচীর আওতায় একজন ডিলারকে প্রতিদিন এক মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়। ভিজিএফ সুবিধাবঞ্চিতরা ডিলারের দোকান থেকে মাত্র ১৫ টাকা কেজি দরে দৈনিক পাঁচ কেজি করে চাল কেনার সুযোগ পেত। এতে করে একটি ইউনিয়নের ২শ’ পরিবার প্রতিদিন ওএমএসর সুবিধা পেতÑ যদিও চাহিদা ছিলও আরও বেশি। কিন্তু কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই খাদ্য বিভাগ আজ বৃহস্পতিবার থেকে ওএমএস’র চাল বিক্রি স্থগিত ঘোষণা করে। ফলে বন্ধ হয়ে যায় ৭২টি বিক্রয়কেন্দ্র। খালিয়াজুরি সদর ইউনিয়নের ডিলার আরিফুল ইসলাম ফালাক জানান, ‘হঠাৎ কি কারণে ওএমএস’র বরাদ্দ স্থগিত করা হয়েছে তা আমাদের জানানো হয়নি’। অন্যদিকে খালিয়াজুরি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনসুরুল আলম জানান, ‘খাদ্য বিভাগের সরবরাহ বণ্টন ও বিপণন বিভাগের উপ-পরিচালক এম এ সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে ১ জুন থেকে ওএমএস’র চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন’। খালিয়াজুরি উপজেলার ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ জনকণ্ঠকে বলেন, ‘ওএমএস’র কার্যক্রম স্থগিত করায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। কারণ খুচরা বাজারে চালের দাম অনেক বেশি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে’। এদিকে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বুধবার বিকেলে জানান, ‘স্থগিতের বিষয়টি এখন পর্যন্ত আমাকে জানানো হয়নি।
×