ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

প্রকাশিত: ০৬:২৭, ১ জুন ২০১৭

দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ১৬টি স্পটে দুস্থদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে মঙ্গলবার প্রথম দিনে রাজধানীর ২৪টি স্পটে খাবার ও বস্ত্র বিতরণ করেন তিনি। এদিকে দুপুরে খালেদা জিয়ার সঙ্গে উত্তরায় দুস্থদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বড় বাজেটের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে সরকার। সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে মহাখালী ওয়্যারলেসগেট ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় দলের নেতাকর্মীরা সেøাগান-করতালি দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানায়। এর পর এক এক করে তিনি বাড্ডা, রামপুরা, মহাখালী ওয়্যারলেস গেট, ডুমনি ইউনিয়ন (৩০০ ফুট রাস্তা), খিলক্ষেত, জসিমউদ্দিন, উত্তরা, মীরপুর, শ্যামলী এস এ খালেক সিএনজি স্টেশন, পল্লবী, কাজীপাড়া, মোহাম্মদপুর শহীদ পার্ক, কাওরানবাজার, এফডিসি গেটসহ ১৬টি স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ শেষে গুলশানের বাসা ফিরোজা’য় ফিরে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান প্রমুখ। বড় বাজেটের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে সরকার- ফখরুল ॥ জনগণকে বোকা বানানোর জন্য ফুলিয়ে ফাঁপিয়ে বড় বাজেটের নামে সরকার ফাঁকা আওয়াজ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না। গতবছরও সরকার বাজেটের ৫৫ ভাগ বাস্তবায়ন করতে পারেনি। জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে উত্তরায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দুস্থদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতে সরকারের দুর্নীতির বোঝা জনগণের কাঁধে চাপাতেই গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।
×