ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালবাগ কেল্লার মধ্যে থাকা বাড়ি অপসারণের নির্দেশ

প্রকাশিত: ০৬:২৬, ১ জুন ২০১৭

লালবাগ কেল্লার মধ্যে থাকা বাড়ি অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। একইসঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ওই বাড়ির মালিককে ৪০ লাখ টাকা সরকারকে দিতে বলেছেন আদালত। সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারী আহত এক শিক্ষার্থীর চিকিৎসা চলাকালীন হাতকড়া পরানোর ঘটনায় দায়িত্বরত তিন পুলিশসহ আশুলিয়া থানার ওসিকে আবারও তলব করা হয়েছে। আগামী ৫ জুন হাইকোর্টে তাদের হাজির হতে হবে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা সত্ত্বেও ধানম-ির আবাসিক এলাকা থেকে ম্যাপললিফ স্কুল না সরিয়ে আদালত অবমাননার দায়ে স্কুলের অধ্যক্ষকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ জুলাই আদালতে হাজির হয়ে তাকে অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা নিয়ে চলমান মামলার রিভিউ শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে ৪ জুন রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। আর এর ফলে মেয়র মান্নানের দায়িত্বে গ্রহণ ও পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। এ বিষয়ে করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে একই বছর হাইকোর্টের একটি বেঞ্চ লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে এ আদেশ আপীল বিভাগে স্থগিত থাকা অবস্থায় এক রিভিউ আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে আপীল বিভাগ লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা কি কি অবৈধ স্থাপনা আছে তা জানতে চান। এ বিষয়ে প্রতিবেদন দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকসহ তিনজনকে নির্দেশ দেন। ওই কমিটি ২৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনার মধ্যে আবুল হাসেমের বাড়ির কথা উল্লেখ করা হয়। ওসিসহ চারজনকে তলব ॥ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারী আহত এক শিক্ষার্থীর চিকিৎসা চলাকালীন হাতকড়া পরানোর ঘটনায় দায়িত্বরত তিন পুলিশসহ আশুলিয়া থানার ওসিকে আবারও তলব করা হয়েছে। আগামী ৫ জুন হাইকোর্টে তাদের হাজির হতে হবে। তলবের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টে হাজির হন আশুলিয়ার ওসি মহসিনুল কাদের।
×