ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোঃ রাজিব হোসেন

রমজানে এই গরমে

প্রকাশিত: ০৬:১৬, ১ জুন ২০১৭

রমজানে এই গরমে

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশে^র অনেক দেশে এবারের প্রচ- দাবদাহে জনজীবন অস্থির ও অতিষ্ঠ হয়ে পড়েছে। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে ক্রমেই উত্তপ্ত হয়ে পড়েছে পরিবেশ ও জনজীবন। একদিকে অসহনীয় গরমে, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং- এ দুটি বিষয় যেন নগরবাসীকে আরও বিরক্তিকর ও নাভিশ্বাস করে তুলেছে। শুধুমাত্র শহর-নগরে নয়, দেশের সর্বত্রই একই চিত্র ফুটে উঠেছে। মানুষের পাশাপাশি পশু ও প্রাণীকুলের সর্বত্রই যেন দাবদাহের প্রভাব পরিলক্ষিত হচ্ছে সমভাবে। একটু প্রশান্তি, একটু তৃপ্তি পেতে ও গরম থেকে বাঁচার জন্য মানুষের সঙ্গে তাল মিলিয়ে অনেক পশু-পাখি ও প্রাণী পানিতে নেমে গোসল করতেও দেখা যাচ্ছে। প্রচ- গরমে মানুষের শরীর থেকে বেশি ঘাম বের হওয়ার ফলে সর্দি, কাশি, জ¦র, ডায়রিয়াসহ পানিশূন্যতাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে গরমে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এ সকল রোগের ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে। শিশুদের এ মুহূর্তে ঘন ঘন পানি পান করাতে হবে। তীব্র গরমের ফলে স্কুল-কলেজে ঠিকমতো ক্লাস নিতে পারছেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। এছাড়া- বিভিন্ন গার্মেন্টস ও কল-কারখানাগুলোতে জ্বালাময়ী গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে গার্মেন্টস মালিকরাও ক্রেতার অর্ডার অনুযায়ী সময়মতো পোশাক ডেলিভারি দিতে পারছে না। ফলে, বহির্বিশে^র বাজারে বাংলাদেশের পোশাক রফতানি খাতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা রয়েছে। আলাদাতপুর, নড়াইল থেকে
×