ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পত্রিকা অফিস ভাংচুর ॥ এমপির দুই ভাইয়ের নামে মামলা

প্রকাশিত: ০৬:১১, ১ জুন ২০১৭

সাতক্ষীরায় পত্রিকা অফিস ভাংচুর ॥ এমপির দুই ভাইয়ের নামে মামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা অফিসে সদর এমপির আপন দুই ভাইয়ের নেতৃত্বে হামলা চালিয়ে ভাংচুর ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির দুই ভাইসহ ৩ জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার আমির হোসেন খান চৌধুরী। মামলা নং-৮৪। এর আগে, এমপি পরিবারের পক্ষ থেকে তার ভাই মীর মাহমুদ হাসান লাকী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় শ্রমিক নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলু ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলা নং-৮০। দৈনিক আজকের সাতক্ষীরার পক্ষ থেকে থানায় করা মামলায় বাদী উল্লেখ করেন, মুনজিতপুর এলাকার মৃত মীর এশরাক আলীর দুই ছেলে মীর মাহমুদ হাসান লাকী ও মীর ময়নুল ইসলাম এবং একই এলাকার সৈয়দ শরিফুল আলমের (আপেল) ছেলে সৈয়দ শফিকুল আলম রাজসহ অজ্ঞাত নামা ৪-৫ জন সোমবার রাত অনুমানিক ১১টার সময় তাদের পত্রিকা অফিসে প্রবেশ করে। এ সময় তারা এমপির বিরুদ্ধে পত্রিকায় নিউজ করার বিষয়ে হুমকি দেয় ও আস্ফালন করে। এ সময় আসামিরা অফিসের মধ্যে রক্ষিত একটা কম্পিউটার, একটা প্রিন্টার মেশিন, ঘরের টিনের চালের নিচে ককসিটের সিলিং, টিনের চাল ও একটা ল্যাপটপ ভাংচুর করে বলে এজহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলার ২নং আসামি মীর মইনুল ইসলাম ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হাফিজুর রহমান মাসুমের গলা দুই হাত দিয়ে চেপে ধরো শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ১নং আসামি মীর মাহমুদ হাসান লাকী ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুমের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জীবন নাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ দুটি পাল্টাপাল্টি মামলা এর বিষয়টি নিশ্চিত করে জানান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা অফিসে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনায় পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার আমির হোসেন খান চৌধুরী বাদী হয়ে মীর মাহমুদ হাসান লাকী, মইনুল ইসলাম ও রাজসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এর আগে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের ঘটনায় মীর মাহমুদ হাসান বাদী হয়ে তহিদুর রহমান ডাবলু ও হাফিজুর রহমান মাসুমসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
×