ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে পাট প্রতিমন্ত্রীর তোপের মুখে মাঈদুল

প্রকাশিত: ০৬:১০, ১ জুন ২০১৭

সংসদে পাট প্রতিমন্ত্রীর তোপের মুখে মাঈদুল

সংসদ রিপোর্টার ॥ পাটকল বন্ধ নিয়ে প্রশ্ন করে মন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম। তার প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রশ্নকর্তা অসত্য তথ্য দিয়েছেন। বিএনপি আমলে রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ করে দিয়ে পাট শিল্পকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছিল। এখন যখন পাটের সুদিন ফিরে এসেছে, তা অনেকের সহ্য হচ্ছে না। এ কারণে সংসদে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। এ জন্য প্রশ্ন কর্তার ক্ষমা চাওয়া উচিত। বুধবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম প্রতিমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, দেশে পাটকলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো রক্ষার কী ব্যবস্থা নেয়া হয়েছে। একসময় বিএনপির আমলের পাটমন্ত্রী মাঈদুল ইসলাম এ প্রশ্ন করায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বিএনপির আমলেই পাটকল ধ্বংস করা হয়েছে। প্রশ্নœকর্তা নিজেই বিএনপির আমলে এই পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি অসত্য তথ্য দিচ্ছেন। আসলে বর্তমান সরকারের আমলে পাটের সুদিন ফিরে আসায় অনেকের যেন তা সহ্য হচ্ছে না। জাতীয় পার্টির আরেক সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সদস্য এই মুহূর্তে যে প্রশ্ন করেছেন উনি আসলে জাতীয় পার্টির সদস্য হিসেবে বলেছেন। কিন্তু আগে যিনি (মাঈদুল ইসলাম) প্রশ্ন করেছেন, উনি অসত্য তথ্য উত্থাপন করেছেন। উনি (জিয়াউদ্দিন বাবলু) এই মাত্র বলেছেন বিএনপির সরকারের সময় পাটকে ধ্বংস করা হয়েছে। যিনি প্রশ্নকর্তা ছিলেন (মাঈদুল) তিনিও কিন্তু একসময় বিএনপির মন্ত্রী হিসেবে এই পাটগুলোর দায়িত্বে ছিলেন এবং বিএনপির আমলে ধ্বংস করেছেন। এখন তিনি জাতীয় পার্টি করছেন। এ সময় সংসদ গ্যালারিতে হাসির রোল পড়ে যায়। মির্জা আজম আরও বলেন, জুটমিলগুলো এরশাদের আমলে বেসরকারীকরণ করা হয়। সে সময় যে শর্তে বেসরকারীকরণ করা হয় তার একটি শর্তও কিন্তু মিল মালিকরা মানেনি। যার প্রেক্ষিতে শর্ত ভঙ্গের দায়ে প্রতি সপ্তাহে একটি করে জুটমিল ‘টেক ব্যাগ করছে’। টেক ব্যাগ করা মিলগুলো নতুন করে চালানোর ব্যবস্থা করছি। আর আওয়ামী লীগ সরকারের আমলেই সব বন্ধকৃত পাটকলগুলো চালু করা হচ্ছে। সংসদ সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদেশে পাট রফতানির জন্য কোন দেশের সঙ্গে বাংলাদেশের রফতানি চুক্তি নেই। তবে বাংলাদেশ হতে পাট আমদানিকারক দেশসমূহ স্থানীয় রফতানিকারকদের মাধ্যমে তাদের চাহিদামাফিক পাট আমদানি করে থাকে। সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট পাতা থেকে চার তৈরির একটি প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। আরও ব্যাপক গবেষণা ও বাজার সম্ভাব্যতা যাচাই করে আনুষ্ঠানিকভাবে জনসাধারণকে অবহিতকরণের মাধ্যমে বিপণন ও বাজারজাতকরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।
×