ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ট্যাগবিহীন খাবার ॥ তদন্ত কমিটির বিএফসিসি পরিদর্শন

প্রকাশিত: ০৬:১০, ১ জুন ২০১৭

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ট্যাগবিহীন খাবার ॥ তদন্ত কমিটির বিএফসিসি পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ফ্লাইটে ট্যাগবিহীন খাবার পাওয়ার ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার গাফিলতির প্রমাণ মিলেছে। বুধবার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বিএফসিসিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে গঠিত দুটি তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে ওই রাতে বিএফসিসির কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার আভাস মিলেছে। এদিকে এ ঘটনায় যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবার আর কাউকে ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। বিমান সূত্র জানায়, চাঞ্চল্যকর এ ঘটনায় তদন্ত কমিটি ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে। বুধবার একটি গোয়েন্দা সংস্থার দল বিএফসিসির কজন কর্মকর্তা ও কর্মচারীর ব্যক্তিগত প্রোফাইল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে বলে জানা যায়। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বুধবার বিএফসিসিতে গিয়ে সেই রাতে কারা কিভাবে কোথায় ডিউটি করেছেন, এ ধরনের তথ্য সংগ্রহ করেন। কমিটির দুইজন সদস্যকে বিমানের এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বিএফসিসিতে নিয়ে যান। তদন্তকারীরা বিএফসিসিতে কিভাবে ভিভিআইপির খাবার তৈরি করা হয় কারা তাতে দায়িত্ব পালন করেন, ওই খাবার কার হেফাজতে কিভাবে সংরক্ষিত রাখা তা জানতে চান। এ সময় তারা প্রতিটি বিভাগ পরিদর্শন করে কোথায় ফাঁকফোকর রয়েছে সেগুলো চিহ্নিত করেন। বিমান প্রশাসন শাখা সূত্রে জানা যায়, এ ঘটনায় ইতোমধ্যে নুরুল মোমেন মিয়া নামের একজন অপারেশন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিমানের নিজস্ব তদন্ত কমিটি ছাড়াও মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে গঠিত অপর একটি তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। আগামী সপ্তাহেই দুটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সম্পর্কে একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জনকণ্ঠকে বলেন, এ ঘটনা শুধু বিভাগীয় তদন্তে সীমাবদ্ধ রাখার মতো নয়। ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের ছাড়া প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে না।
×