ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

বাগেরহাটের ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রকাশিত: ০৬:০৯, ১ জুন ২০১৭

বাগেরহাটের ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আশরাফসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাকিস্তানী সেনাবাহিনীর ক্যাপ্টেন (অব) মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ৩১ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। এ সমম প্রসিকিউশনপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি, প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর আবুল কালাম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট গাজী এইচ এম তামিম ও মাসুদ রানা। বাগেরহাটের খান আশরাফসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি জনকণ্ঠকে বলেন, এর আগে গত ২০ এপ্রিল আদালত ৩১ মে দিন নির্ধারণ করে দেন। ফলে বুধবার নির্ধারিত দিনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন। তিনি আরও জানান, এর আগে ২৮ মার্চ আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর সাত অপরাধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) প্রসিকিউশন টিম থেকে দাখিল করা হয়। মামলায় আসামিরা হলেন বাগেরহাটের খান আশরাফ আলী (৬৫), খান আকরাম হোসেন (৬০), সুলতান আলী খান (৬৮), রুস্তম আলী মোল্লা (৭০), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মকছেদ আলী দিদার (৮৩), শেখ মোঃ উকিল উদ্দিন (৬২), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৬৪), মোঃ মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মোঃ হাশেম আলী শেখ (৭৯), মোঃ আজাহার আলী শিকদার (৬৪), মোঃ মকবুল মোল্লা (৭৯), মোঃ আব্দুল আলী মোল্লা (৬৫)। মুহাম্মদ শহীদুল্লাহ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন (অব) মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ৩১ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশনপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন।
×