ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনে উদ্বেগ সুইজারল্যান্ডের

প্রকাশিত: ০৬:০২, ১ জুন ২০১৭

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনে উদ্বেগ সুইজারল্যান্ডের

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের সরকারী বাহিনীর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক অত্যাচার ও নিধনযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। এদিকে সন্ত্রাসবাদ প্রতিরোধে সুইজারল্যান্ডের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় পর্যালোচনা সভায় এই প্রস্তাব দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে তৃতীয় দ্বিপক্ষীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে সুইজারল্যান্ড ফেডারেল ফরেন অফিসের এশিয়া-প্রশান্ত বিভাগের এ্যাসিসটেন্স স্টেট সেক্রেটারি জোহান্স মাতাইসি সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেন। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে পরবর্তী সময়ে মিয়ানমারের সরকারী বাহিনীর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক অত্যাচার ও নিধনযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুইজারল্যান্ড। মিয়ানমারের নাগরিকদের প্রতি বাংলাদেশ সরকারের মানবিক আচরণ ভূয়সী প্রশংসা করে। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, সন্ত্রাসবাদ-সহিংস জঙ্গীবাদ, মানবাধিকার ও মিয়ানমার শরণার্থী বিষয়ক বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে কামরুল আহসান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন সেক্টরে দেশের অব্যাহত উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। তিনি সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সুইস সরকারের সহযোগিতা কামনা করেন।
×