ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতাসহ দুজন নিহত

প্রকাশিত: ০৬:০০, ১ জুন ২০১৭

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে  চরমপন্থী নেতাসহ দুজন নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩১ মে ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ চরমপন্থী পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম ওরফে রানা (৪৫) ও তার সহযোগী আলিম উদ্দিন (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বান্দাগলির বটতলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ১টি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছে। নিহত মাইদুল ইসলাম ওরফে রানার নামে ১৪টি হত্যা মামলা ও আলিমের নামে ১২টি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। নিহত মাইদুল ইসলাম ওরফে রানা কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বক্সিপুর গ্রামের ফকির চাঁদ মন্ডলের ছেলে ও আলিম উদ্দিন একই ইউনিয়নের বহরমপুর গ্রামের ছলেমান ম-লের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল অস্ত্রধারী কুশনা ইউনিয়নের বান্দাগলির বটতলায় জড়ো হচ্ছে। খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিযানে যায়। অস্ত্রধারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চোড়ে। র‌্যাবও চালায় পাল্টা গুলি। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে দুই অস্ত্রধারী মাইদুল ইসলাম ওরফে রানা ও আলিম উদ্দিন আহত হয়। বাকি অস্ত্রধারীরা পিছু হটে যায়। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব ২টি বন্দুক, ১টি নাইনএমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি, ১টি হাঁসুয়া, ২টি মোবাইল সেট ও ৯টি সেন্ডেল উদ্ধার করে।
×